আইপিএল
অনুশীলন সেশনে মজার ছলে এক সময়ের সতীর্থকে একথা বলেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।
Published : 11 Apr 2025, 07:40 PM
মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে ডোয়াইন ব্রাভোর সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। চেন্নাই সুপার কিংসে একসঙ্গে লম্বা সময় খেলেছেন দুইজন। কিন্তু এখন আর চেন্নাইয়ের সঙ্গে নেই ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ব্রাভো। আর তাই তাকে মজার ছলে বিশ্বাসঘাতক বলেছেন ফ্র্যাঞ্চাইজিটির ভারপ্রাপ্ত অধিনায়ক।
চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোটে আইপিএল থেকে ছিটকে পড়ায় দলটির নেতৃত্বে ফিরেছেন ধোনি। ঘরের মাঠে শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে তারা।
আইপিএলের ১০ আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছেন ব্রাভো। খেলোয়াড় হিসেবে দলটির জার্সিতে ২০১১, ২০১৮ ও ২০২১ সালে শিরোপা জিতেছেন তিনি। ২০২৩ আসরে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তোলা চেন্নাইয়ের বোলিং কোচ ছিলেন তিনি।
এবারের আইপিএলের আগে চেন্নাইয়ের দায়িত্ব ছেড়ে দেন ব্রাভো। পরে মেন্টর হিসেবে যোগ দেন গত আসরে শিরোপা জেতা কলকাতার কোচিং প্যানেলে।
এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে লড়াইয়ে নামার আগে অনুশীলন করছিলেন চেন্নাইয়ের খেলোয়াড়রা। তাদের নেটের পাশ দিয়ে যাচ্ছিলেন ব্রাভো। তখন তাকে দেখে খোঁচা মারার লোভ সামলাতে পারেননি ধোনি, বলে ওঠেন, “বিশ্বাসঘাতক এসেছে।”
নেটের পাশে দাঁড়ানো রাভিন্দ্রা জাদেজার দিকে যেতে যেতে ব্রাভো বলেন, “জীবন খুবই অন্যায্য।” এরপর জাদেজাকে জড়িয়ে ধরেন তিনি।
চেন্নাইয়ের অনুশীলনে ব্রাভোর উপস্থিতি ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে লেখা হয়, “এমএস, ডিজে মিস দিস ভাইভ।”
জাদেজার সঙ্গে আলাপ শেষে নেটে থাকা ধোনির কাছে যান ব্রাভো। তখন দুইজনের মধ্যে কিছুক্ষণ চলে খুনসুটি।
ধোনিকে উদ্দেশ্য করে ব্রাভো বলেন, “আমি জানতাম না তুমি এসেছো। ভেবেছিলাম, তোমাকে দেখতে তোমার হোটেলে যেতে হবে। প্রথমে তোমাকে দেখতে পাইনি।”
সঙ্গে সঙ্গেই ধোনির উত্তর, “আমি ভেবেছিলাম, তুমি পাত্তা দেবে না। ঐচ্ছিক সেশনে তো তুমি আসো না।”
এবারের আইপিএলে চেন্নাই বেশ বাজে সময় পার করছে। ৫ ম্যাচে কেবল একটি জিতেছে তারা। আর সমান ম্যাচ খেলে কলকাতার জয় দুটি।