সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা তিনবার কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন ইগা শিয়াওতেক।
Published : 18 Feb 2024, 04:43 PM
অস্ট্রেলিয়ান ওপেনের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার শিরোপার স্বাদ পেলেন ইগা শিয়াওতেক। এলেনা রিবাকিনাকে সরাসরি সেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো কাতার ওপেন জিতলেন র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা।
নারী এককের ফাইনালে রোববার একটা পর্যায়ে পিছিয়ে পড়েছিলেন শিয়াওতেক। তবে দারুণভাগে ঘুরে দাঁড়িয়ে ৭-৬ (১০-৮), ৬-২ গেমে জিতে নিশ্চিত করেন শিরোপা।
র্যাঙ্কিংয়ের চার নম্বর রিবাকিনার বিপক্ষে গত বছর তিন ম্যাচে হেরেছিলেন শিয়াওতেক। শিরোপা জিতেই সেই ক্ষতে প্রলেপ দিলেন পোলিশ তারকা।
গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন শিয়াওতেক। সেই হতাশা মুছে এই বছরে প্রথম ডব্লিউটিএ শিরোপা জিতলেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী, ক্যারিয়ারে ১৮তম।
ডব্লিউটিএ এককে ২০১৫ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে কোনো টুর্নামেন্টে টানা তিনটি শিরোপা জিতলেন ২২ বছর বয়সী শিয়াওতেক। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা তিনবার মায়ামি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাবেক তারকা সেরেনা উইলিয়ামস।