Published : 24 Dec 2023, 09:48 PM
ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানার ২৫ শতাংশ শেয়ার কিনছেন স্যার জিম র্যাটক্লিফ। এর জন্য ব্রিটিশ ধনকুবেরের খরচ হচ্ছে ১২৫ কোটি পাউন্ড।
ভবিষ্যতে ওল্ড ট্র্যাফোর্ডে বিনিয়োগের জন্য আরও ২৩ কোটি ৬০ লাখ পাউন্ড দেবেন ৭১ বছর বয়সী র্যাটক্লিফ। চুক্তির অংশ হিসেবে ক্লাবের ফুটবল পরিচালনার নিয়ন্ত্রণ নেবে তার প্রতিষ্ঠান ইনেওস গ্রুপ।
২০০৫ সালে ৭৯ কোটি পাউন্ডে ইউনাইটেডের মালিকানা কিনে নেয় যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। ১৩ মাস আগে মালিকানা বিক্রির কথা ভাবার কথা বলেছিল। এবার এলো সিকি ভাগ বিক্রির ঘোষণা।
২০১৩ সালের পর প্রিমিয়ার লিগ শিরোপা জেতা হয়নি ইউনাইটেডের। চলতি মৌসুমেও ইংল্যান্ডের শীর্ষ লিগে ভুগছে দলটি। মাঠে বাজে ফলের জন্য সমর্থকদের বড় একটা অংশ নিয়মিতই গ্লেজার পরিবারের মালিকানা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। ব্যতিক্রম নয় এবারও।
পেট্রোকেমিকেল কোম্পানি ইনেওসের চেয়ারম্যান র্যটক্লিফের জন্ম ম্যানচেস্টারে। এই ব্যবসায়ী জানান, তিনি ইউনাইটেডের আজীবন ভক্ত।
“ক্লাবের বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করেছে যে, সর্বোচ্চ পর্যায়ে ট্রফি জেতার জন্য তহবিল সবসময়ই আছে। সাম্প্রতিক সময়ে এই সম্ভাবনা পূর্ণতা পায়নি। আমাদের মিলিত লক্ষ্য পরিষ্কার- আমরা সবাই ক্লাবকে সেখানে নিতে চাই যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের থাকা উচিত- ইংল্যান্ড, ইউরোপ ও বিশ্ব ফুটবলের একেবারে চূড়ায়।”
“আমরা দীর্ঘ সময়ের জন্য এখানে এসেছি এবং বুঝতে পেরেছি সামনে অনেক কঠোর পরিশ্রম ও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যা আমরা কঠোরতা, পেশাদারিত্ব ও আবেগের সঙ্গে মোকাবেলা করব। ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিতে বোর্ড, কর্মী, খেলোয়াড় ও সমর্থক- প্রত্যেকের সঙ্গে কাজ করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”