কোপা দেল রেতে এবার অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 01 Apr 2025, 02:12 PM
স্পেনের সফলতম দল ও ইউরোপের সফলতম দল হলেও কোপা দেল রের রেয়াল মাদ্রিদ একটু অন্যরকম। এখানে সেরা দুই সফল ক্লাবের মধ্যেও নেই তারা। তবে তাদের কোচ কার্লো আনচেলত্তির সামনে এবার সুযোগ আছে অনন্য এক কীর্তির। টুর্নামেন্টের ১২২ বছরের ইতিহাসে রেয়ালের প্রথম কোচ হিসেবে তিনি জিততে পারেন তিনটি ট্রফি!
সেই অর্জন থেকে আর স্রেফ দুটি ম্যাচ দূরে আনচেলত্তি। সেমি-ফাইনালের প্রথম লেগে রেয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগ তাদের ঘরের মাঠে মঙ্গলবার।
এই প্রতিযোগিতায় রেয়াল শিরোপার স্বাদ পেয়েছে ২০ বার। আথলেতিক বিলবাও জিতেছে ২৪ বার। ৩১ বার জিতে সবার ধরাছোঁয়ার বাইরে বার্সেলোনা। এবারও ফাইনালে ওঠার লড়াইয়ে আছে কাতালান ক্লাবটি।
আনচেলত্তির কোচিংয়ে ২০১৩-১৪ ও ২০২২-২৩ মৌসুমের কোপা দেল রে জিতেছিল রেয়াল। এবার তৃতীয় ট্রফির সুবাস পেয়ে রোমাঞ্চিত ৬৫ বছর বয়সী কোচ।
“ফাইনালের কাছাকাছি থাকতে পারা অবশ্যই আমাকে অনুপ্রাণিত করছে। ফুটবলারদেরকে ও গোটা ক্লাবকেই উজ্জীবিত করছে। এতটা কাছাকাছি এসে এবং ফাইনালের পথে এগিয়ে থাকায় অবশ্যই আমি প্রেরণা পাচ্ছি।”
গত কয়েক মৌসুমের মতো এবারও মৌসুমজুড়ে বেশ কজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট রেয়ালকে ভুগিয়েছে প্রবলভাবে। বিশেষ করে, রক্ষণভাগে তৈরি হয়েছে বড় শূন্যতা। আগের মৌসুমগুলোর মতোই অহেলিয়া চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভের্দের মতো মিডফিল্ডারদের দিয়ে রক্ষণভাগ সামলাতে হয়েছে। তরুণ রাউল আসেন্সিওকে সুযোগ দেওয়া হয়েছে।
দানি কার্ভাহাল, এদের মিলিতাও, ফেরলঁদ মঁদি, দানি সেবায়োসরা চোটের কারণে বাইরে আছেন এখনও। এসব নিয়ে আক্ষেপ করে চ্যালেঞ্জ জয়ের কথা শোনালেন রেয়াল কোচ।
“ম্যাচগুলির প্রস্তুতি, একের পর এক চোটের বোঝা… সবকিছুই সামলাতে হবে এই আশা নিয়ে যে, একটা সময় প্রস্তুতির আরও বেশি সময় আমরা পাব। খুবই কঠিন মৌসুম এটি এবং এখনও পর্যন্ত মোটামুটি সামলাতে পেরেছি আমরা।”
“ফুটবলারদের মনোযোগ ধরে রাখার চেষ্টা আমরা করছি। তবে ব্যাপারটি বেশ কঠিন। কারণ ঠাসা সূচি আমাদেরকে নুইয়ে দিচ্ছে। গত বছরের চেয়ে আমরা রক্ষণে একটু কম আঁটসাঁট, যদিও আক্রমণভাবে এবার বেশি সক্রিয়, বেশ কজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটে রক্ষণে আমাদেরকে ভুগতে হয়েছে।”