যে কোনো মূল্যে কোপা দেল রের ফাইনালে উঠতে চান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
Published : 01 Apr 2025, 07:04 PM
সেমি-ফাইনালের প্রথম লেগের স্কোরলাইনে সমতা। ফিরতি লেগের আগে তাই কোনো দলকে এগিয়ে রাখার সুযোগ নেই। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের বাঁচা-মরার এই ম্যাচকে তাই ফাইনালের আগে আরেকটি ফাইনালের মতোই মনে হচ্ছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের কাছে।
স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার আতলেতিকোর ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে খেলবে বার্সেলোনা। কাতালান দলটির মাঠে প্রথম লেগ ৪-৪ ড্র হয়েছিল।
গত ফেব্রুয়ারির ওই ম্যাচে প্রথম ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা; কিন্তু শেষ দিকে দুই গোল খেয়ে জয় হাতছাড়া করে তারা।
তার আগে গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে আতলেতিকোর বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। দুটি ম্যাচেই যোগ করা সময়ে আতলেতিকোর হয়ে গোল করেন আলেকসান্দার সরলথ।
তবে গত মাসে লিগের ফিরতি দেখায় আতলেতিকো মাঠে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত এক গল্প লেখে বার্সেলোনা। ৭১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচটি জিতে নেয় তারা ৪-২ ব্যবধানে। শেষ দুটি গোল করে যোগ করা সময়ে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত আছে বার্সেলোনা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে একমাত্র দল হিসেবে ২০২৫ সালে তারা এখনও হারেনি।
আতলেতিকো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক বলে দিলেন, এই লড়াইয়ের জন্য তারা প্রস্তুত।
“এটা ভিন্নধর্মী এক লড়াই হতে যাচ্ছে, ফাইনালের আগে ফাইনালের মতো। আমি বিশ্বাস করি যে, আমরা ফাইনালে পৌঁছাব। এটা দারুণ সুযোগ। এই দলকে নিয়ে আমরা গর্বিত। আমরা এতদূর এসেছি তা ভাগ্যের জোরে নয়: আমাদের এটা প্রাপ্য। নিজেদের কাজের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা প্রতিটি পরিস্থিতিতে সঠিকভাবে সাড়া দেয়।”
“আমরা সুপার কাপ জিতেছি (জানুয়ারিতে রেয়াল মাদ্রিদকে হারিয়ে), কিন্তু সেটা অতীতের কথা। আমরা ফাইনালে উঠতে চাই, তবে কাজটা সহজ হবে না। তাদের (আতলেতিকো) দারুণ একজন কোচ আছে, তারা জানে তারা কী জন্য লড়ছে এবং তারা যা করছে তা নিয়ে তারা আত্মবিশ্বাসী। লড়াইটা খুব কঠিন হবে।”