প্যারিস অলিম্পিকস
জাপানের বিপক্ষে হেরে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিতের সুযোগ হাতছাড়া হলেও হাল ছাড়ছে না ব্রাজিল নারী ফুটবল দল।
Published : 29 Jul 2024, 09:48 PM
জাপানের বিপক্ষে নাটকীয় হারে প্যারিস অলিম্পিকসে নারী ফুটবলের কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করার দারুণ সুযোগ হাতছাড়া হয়েছে ব্রাজিলের। তবে এখনও টিকে আছে গ্রুপ পর্ব পেরুনোর আশা। সেটাই আকঁড়ে ধরছেন মার্তা। অভিজ্ঞ এই ফরোয়ার্ড বলেছেন, সবকিছু শেষ হয়ে যায়নি এখনও।
জাপানের বিপক্ষে জিতলে সেরা আটে খেলা নিশ্চিত হয়ে যেত ব্রাজিলের। জেনিফারের গোলে তারা ছুটছিল কাঙ্ক্ষিত জয়ের পথে, কিন্তু বিধি বাম! দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দুই গোল হজম করে হেরে যায় আজও অলিম্পিকসে সোনা জিততে না পারা ব্রাজিল।
নির্ধারিত সময়ের ছয় মিনিটের খেলা বাকি থাকতে মাঠ ছাড়েন মার্তা। পরে বেঞ্চে বসে দলের হার দেখেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।
ছয়টি আসরে খেলা মার্তাও অলিম্পিকসে ব্রাজিলকে এনে দিতে পারেননি সাফল্য। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড এ বছরই আন্তর্জাতিক ফুটবলের পাট চুকিয়ে দেবেন। তাই প্যারিস অলিম্পিকসই তার সামনে শেষ সুযোগ।
‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল। মার্তা তাই অধীর আগ্রহে তাকিয়ে আছেন এ ম্যাচের দিকে।
“জাপানের বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটি জেতা। কিন্তু আমরা বলের উপর থেকে দৃষ্টি সরিয়ে ফেললাম এবং নিশ্চিতভাবেই এ জন্য শেষ পর্যন্ত মাশুল দিতে হলো আমাদের।”
“আমরা জয় উদযাপন করতে পারতাম, কিন্তু সেটা হলো না। তা সত্ত্বেও আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। একটা দল হয়ে আমাদের সবটুকু নিংড়ে দিতে হবে; এটাই ফুটবল, যেকোনো কিছুই হতে পারে। এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি।”
তিন গ্রুপের সেরা ও রানার্সআপ দলসহ তৃতীয় স্থানে থাকা সেরা দুই দল উঠবে কোয়ার্টার-ফাইনালের মঞ্চে। ‘সি’ গ্রুপের টেবিলে এ মুহূর্তে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের সুযোগ আছে ভালোভাবেই। দলটির কোচ আর্থুর এলিয়াস এখন ছক কষছেন স্পেনকে হারিয়ে সেরা আটে ওঠার।
“আমরা স্পেনকে হারানোর জন্যই খেলতে নামব। আমি মনে করি, যে কোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে।”