২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে উঠতে না পারলে দায় নেবেন বলেও জানালেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।
Published : 10 Sep 2024, 02:26 PM
ব্রাজিল দলের যা অবস্থা এখন, তাতে বিশ্বকাপ ফাইনাল এখন সুদূরের স্বপ্নের মতোই মনে হয়। বিশ্বকাপের বাছাইপর্ব উতরানো নিয়েই তো চলছে টানাটানি! কিন্তু দলের ওপর বিশ্বাসের কমতি নেই দরিভাল জুনিয়রের। ব্রাজিলের কোচের আত্মবিশ্বাসী উচ্চারণ, আগামী বিশ্বকাপের ফাইনালে খেলবে তার দল।
গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের পর গত জুলাইয়ে কোপা আমেরিকা থেকেও কোয়ার্টার-ফাইনালে বাদ পড়ে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বেও তাদের অবস্থা তথৈবচ।
বাছাইয়ের ইতিহাসে প্রথমবার তারা হেরেছে টানা তিন ম্যাচে। উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে সেই হারগুলোর পর পয়েন্ট তালিকায় তারা নেমে গিয়েছিল ছয়ে। সবশেষ ম্যাচে গত শুক্রবার একুয়েডরকে কোনোরকমে হারিয়ে তারা উঠে এসেছে চারে।
তবে তাদের পারফরম্যান্সে নেই উন্নতির ছাপ। খেলায় নেই ধার। মাঠে দলকে মনে হয় একদমই ছন্নছাড়া। দলের সবচেয়ে বড় তারকা ও সফলতম গোলস্কোরার নেইমার চোটের কারণে মাঠের বাইরে আছেন প্রায় এক বছর ধরে।
তবু দলকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন দরিভাল। বাছাইয়ে মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেই আশার কথা শোনালেন ব্রাজিল কোচ।
“আমার কোনো সংশয়ই নেই এটা নিয়ে (ব্রাজিল আবার লড়িয়ে দল হয়ে উঠবে)। আপনি আশা করতে পারেন যে, আমরা আগামী বিশ্বকাপের ফাইনালে উঠব। এটির জন্য আমাকে দায়বদ্ধ রাখতে পারেন।”
দরিভালের মতে, তিনি এখনও দলটাকে গুছিয়ে নিচ্ছেন। কিছু জায়গায় এখনই দলকে পোক্ত দেখছেন তিনি, কিছু জায়গায় দেখছেন খামতি।
“খেলার দর্শনীয় মানের কথা বললে, দল হিসেবে আমরা এখনও সঠিক পথ খুঁজছি। বল কেড়ে নেওয়া, বল হারানোর পর প্রতিপক্ষের দুই-তিন পাসের মধ্যে দ্রুত নিচে নামা, এসব ক্ষেত্রে আমরা যথেষ্ট শক্তিশালী। বল পুনরুদ্ধারে আমরা যথেষ্ট শক্তিশালী।”
“দল হিসেব এখনও আমরা গড়ে উঠছি। প্রতিপক্ষের গোলমুখের কাছে এখনও কিছু ঘাটতি আছে আমাদের। নির্ভর করার মতো বিকল্প সেখানে নেই, এমন কেউ নেই, যে ব্যক্তিগত নৈপূণ্য দিয়ে নাড়িয়ে দিতে পারে প্রতিপক্ষকে। এই ছোটখাটো ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ, যা এখনও হচ্ছে না আমাদের।”
তবে এসব জায়গায় দ্রুত উন্নতি হবে বলেই বিশ্বাস কোচের।
“রাতারাতি আমরা দারুণ হয়ে উঠব না। এজন্য সময় লাগবে। তবে দ্রুতই আমরা পথ খুঁজে নেব।”