চ্যাম্পিয়ন্স লিগ
মোনাকোর বিপক্ষে হেরে গেলে শীর্ষ আটের বাইরেও চলে যেতে পারে ইন্টার মিলান।
Published : 28 Jan 2025, 10:33 PM
শীর্ষ আটে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যেতে মোনাকোর সঙ্গে ড্র করলেই চলবে ইন্টার মিলানের। তবে দলটির কোচ সিমোনে ইনজাগি প্রথম পর্বের শেষ ম্যাচটি নিয়ে বেশ সতর্ক। ডিফেন্ডার বাঁজামাঁ পাভার্দ অবশ্য স্পষ্ট বলে দিলেন, জয়ের জন্য সবকিছুই করবেন তারা।
সাত ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার। সমান ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ফরাসি ক্লাব মোনাকো। শীর্ষ আটে থেকে পরের ধাপে যাওয়ার সম্ভাবনায় থাকতে ইন্টারের বিপক্ষে জয় প্রয়োজন তাদের।
৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।
মোনাকোর বিপক্ষে হেরে গেলে শীর্ষ আটের বাইরেও চলে যেতে পারে ইন্টার। কেননা, তাদের পরের ৯টি দলের সঙ্গে ব্যবধান কেবল ৩ পয়েন্টের।
ঘরের মাঠে বুধবার মোনাকোর মুখোমুখি হবে ইন্টার। আগের দিন কোচ ইনজাগি বললেন, লড়াইটা কঠিন হবে বলে মনে করেন তিনি।
“আমরা শীর্ষ আটে থেকে পরের ধাপে যাওয়ার অপেক্ষায় আছি। আমরা দেখেছি যে, ইন্টারের চেয়ে বড় বাজেটের দলগুলো বাদ পড়তে যাচ্ছে। প্রতিটি প্রতিযোগিতায় (ছিটকে পড়ার) ঝুঁকি থাকে।”
“মোনাকোর দারুণ সব আগ্রাসী খেলোয়াড় আছে, তারা আক্রমণাত্মক ফুটবল খেলে। তারা ঐক্যবদ্ধ, মোনাকোর প্রতি আমাদের অনেক সম্মান আছে। আমরা দারুণ একটি ম্যাচ খেলতে চাই।”
এই ম্যাচের আগে দলের সবাই খুব আত্মবিশ্বাসী, বললেন ইন্টারের ফরাসি ডিফেন্ডার পাভার্দ।
“কোচ ও তার স্টাফদের সঙ্গে ভালোভাবে কাজ করছি আমরা। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং আগামীকাল (বুধবার) আমরা খুব শক্তিশালী দলের বিপক্ষে পরের ধাপে যাওয়ার চেষ্টা করব। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং জয়ের জন্য আমরা সবকিছু করব।”