দর্শকদের স্লোগানে ভূমিকা রাখায় শাস্তি পেয়েছেন রান্দাল কোলো মুয়ানি, উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি ও লেভিন কুরজাওয়া।
Published : 06 Oct 2023, 11:25 AM
সবশেষ দুই ম্যাচে জয়ের দেখা না পাওয়া পিএসজি খেল বড় ধাক্কা। 'সমকামবিরোধী স্লোগানে ভূমিকা রাখায়' এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞা পেলেন ফরাসি চ্যাম্পিয়নদের চার ফুটবলার রান্দাল কোলো মুয়ানি, উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি ও লেভিন কুরজাওয়া।
লিগ দে ফুটবল প্রফেশনেল (আইএফএল) বৃহস্পতিবার লিগ আঁর ম্যাচের ঘটনায় তাদের শাস্তির কথা জানায়।
গত ২৪ সেপ্টম্বর ঘরের মাঠে মার্সেইয়ের বিপক্ষে ৪-০ গোলে জেতে পিএসজি। ম্যাচে সফরকারীদের লক্ষ্য করে সমকামবিরোধী স্লোগান দিতে দেখা যায় পিএসজি সমর্থকদের। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, স্বাগতিক খেলোয়াড়রাও এতে যুক্ত ছিলেন।
শাস্তি পেয়েছে পিএসজিও। এক ম্যাচের জন্য পাক দি ফ্রাঁস স্টেডিয়ামের উতেই স্ট্যান্ড বন্ধ রাখতে হবে তাদের।