গত জানুয়ারিতে চাকরি হারানো দিয়ামেল বেলমাদির উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেলেন ভ্লাদিমির পেতকোভিচ।
Published : 01 Mar 2024, 03:56 PM
আফ্রিকান নেশন্স কাপে ব্যর্থ মিশন শেষে নতুন কোচের হাত ধরে পথচলা শুরু হচ্ছে আলজেরিয়ার। সুইজারল্যান্ডের সাবেক কোচ ভ্লাদিমির পেতকোভিচকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল সংস্থা।
দুইবারের আফ্রিকান নেশন্স কাপ জয়ী আলজেরিয়া সবশেষ গত জানুয়ারির আসরে গ্রুপ পর্ব পার হতে ব্যর্থ হয়। এরপরই চাকরি হারান দলটির তখনকার কোচ দিয়ামেল বেলমাদি।
তারই উত্তরসূরি হিসেবে পেতকোভিচকে নিয়োগ দেওয়ার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে আলজেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।
কোচিং ক্যারিয়ারে ৬০ বছর বয়সী পেতকোভিচ সবচেয়ে উল্লেখযোগ সময় কাটিয়েছেন সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে। ২০১৪-২০২১ সময়ের মধ্যে তার কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছে সুইসরা। গত ইউরোয় শেষ ষোলোয় তারা ওই সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ওঠে কোয়ার্টার-ফাইনালে।
২০২৬ বিশ্বকাপের জন্য আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের শুরুটা বেশ ভালো হয়েছে আলজেরিয়ার। প্রথম দুই রাউন্ডেই জিতে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে আছে তারা।