ইউরোপা লিগ
Published : 06 Mar 2025, 05:10 PM
ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জোড়া ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে আসছে লড়াইয়ে হ্যারি ম্যাগুইয়ার ও মানুয়েল উগার্তেকে পাবে না প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি।
প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে খেলবে ইউনাইটেড। এই ম্যাচ থেকে অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাগুইয়ার ও মিডফিল্ডার উগার্তের ছিটকে পড়ার কথা নিশ্চিত করেছেন কোচ হুবেন আমুরি।
ম্যানচেস্টার ইউনাইটেডের সবশেষ ম্যাচেও খেলেন এই দুই ফুটবলার। ফুলহ্যামের বিপক্ষে টাইব্রেকারে হেরে এফএ কাপ থেকে বিদায় নেওয়া গত সপ্তাহান্তের ম্যাচটিতে ম্যাগুইয়ার ও উগার্তে চোট পান।
ইংলিশ ডিফেন্ডার ম্যাগুইয়ার পুরো ম্যাচ খেললেও উরুগুয়ের মিডফিল্ডার উগার্তে মাঠে ছিলেন ৫৩ মিনিট। স্প্যানিশ ক্লাব সোসিয়েদাদের মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে এই দুইজনকে নিয়ে ঝুঁকি না নেওয়ার কথা জানান আমুরি।
“আমরা তাদের নিয়ে সতর্ক, কারণ এই মুহূর্তে দীর্ঘ সময়ের জন্য আর কোনো খেলোয়াড়কে হারাতে পারি না।”
“ক্যারিংটনে (ট্রেনিং গ্রাউন্ড) তাদের দেখাশোনা করা হচ্ছে এবং তারা এই ম্যাচ খেলতে পারবে না, কারণ এটা বেশি ঝুঁকির হবে।”
চোটজর্জর ম্যানচেস্টার ইউনাইটেড দলের আলতাই বায়িন্দির, টম হিটন, জনি ইভান্স, কোবি মাইনো, লুক শ ও ম্যাসন মাউন্ট একক পুনর্বাসনের মধ্যে আছেন। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়া লিসান্দ্রো মার্তিনেস ও অনুশীলনের সময়ে অ্যাঙ্কেলের লিগামেন্টের চোটে পড়া আমাদ দাইলো ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য।
ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরে মাঠ ওল্ড ট্র্যাফোর্ডের আগামী বৃহস্পতিবার সোসিয়েদাদের বিপক্ষে লড়বে ইউনাইটেড।