বাংলাদেশ প্রিমিয়ার লিগ
দারুণ জয়ে নতুন বছর শুরু করল প্রিমিয়ার লিগের শিরোপাধারী বসুন্ধরা কিংস।
Published : 03 Jan 2025, 05:02 PM
তিন মিনিটে দুই গোল করে সাম্প্রতিক সময়ের ব্যর্থতা ঝেড়ে ফেলার ইঙ্গিত দিল বসুন্ধরা কিংস। বিরতির আগে-পরে পুলিশ এফসির জালে আরও তিনবার বল পাঠিয়ে দাপুটে জয়ের হাসিতে নতুন বছর শুরু করল প্রিমিয়ার লিগের শিরোধারীরা।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুক্রবার লিগ ম্যাচে ৫-০ গোলে জিতেছে কিংস। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোনাথন ফের্নান্দেস। একবার করে জালের দেখা পান মজিবুর রহমান জনি, রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা দামাশেনো।
দুই ম্যাচ পর লিগে জয়ের দেখা পেল কিংস। ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্ম স্থানে। টানা তিন ম্যাচ হারা পুলিশ এফসির পয়েন্ট ৬।
আক্রমণের পসরা মেলে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় কিংস। ফয়সাল আহমেদে ফাহিম লম্বা আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। অরক্ষিত ফের্নান্দেস দারুণ প্লেসিংয়ে খুঁজে নেন জাল।
এগিয়ে যাওয়ার রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণ করে শিরোপাধারীরা। ত্রয়োদশ মিনিটে ইসা ইজেহর লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বাম পায়ের বুলেট গতির কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার জনি।
৩৭তম মিনিটে ফাহিমের শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে প্রতিহত হওয়ার পর বল যায় ফের্নান্দেসের কাছে। জটলার ভেতর থেকে প্রথমে হেডের চেষ্টা ব্যর্থ হওয়ার পর কোনোমতে শট নেন এই ব্রাজিলিয়ান, তাতেই বল জালে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোলে ফর্টিসের ম্যাচে ফেরার আশা শেষ করে দেয় কিংস। দামাশেনোর বুদ্ধিদ্বীপ্ত ফ্রি কিকে জনি বল পেয়ে আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে, নিখুঁত টোকায় স্কোরশিটে নাম তোলেন রাকিব। গত নভেম্বরের পর লিগে প্রথম জালের দেখা পেলেন এই ফরোয়ার্ড।
৭৪তম মিনিটে আল-আমিনের স্পট কিক বাম দিকে ঝাঁপিয়ে রুখে দেন কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
শেষ দিকে মোহাম্মদ রফিককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পুলিশের মোরেনো গুইতো। এরপর যোগ করা সময়ে দামাশেনো পুলিশ এফসির কফিনে ঠুকে দেন শেষ পেরেক।