এশিয়ান কাপ বাছাই
ইংলিশ ফুটবলে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ হামজা চৌধুরিকে নিয়ে ২০০৩ সালের পর ভারতের বিপক্ষে প্রথম জয় চায় জামাল ভূইয়ার দল।
Published : 24 Mar 2025, 08:29 PM
বন্ধ দুয়ার খুলল অবশেষে। সুনিল ছেত্রিদের অনুশীলন দেখার সুযোগ মিলল গণমাধ্যমকর্মীদের। স্রেফ ১৫ মিনিটের দেখায় ছেত্রিকে নতুন করে আবিস্কারের সুযোগও মিলল। গা-গরমের সময় ড্রিলগুলো কী নিখুঁতভাবেই না সারলেন তিনি। দৌড়ে দেখালেন গতি আছে আগের মতোই। ৪০ বছর বয়সকে স্রেফ সংখ্যা বানিয়ে, অবসর ভেঙে এই কিংবদন্তি ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে খেলতে!
অন্যরকম এক বিস্ময় ছিল অবশ্য সংবাদ সম্মেলনে। যেখানে আন্তর্জাতিক ফুটবলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা (৯৫টি) ছেত্রিকে নিয়ে আলোচনা হলো একটু কমই, বরং কথা বেশি হলো বাংলাদেশের হামজা চৌধুরীকে নিয়ে! সত্যিই তাই। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ে ছেত্রিকে হামজা পেছনে ফেলে পাদপ্রদীপের আলোটুকু কেড়ে নিতে পারবেন কিনা, তা দেখার। অপেক্ষার ক্ষণ ফুরাবে অচিরেই। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে ঢাকা, সৌদি আরব মিলিয়ে ২৪ দিন অনুশীলন সেরেছে বাংলাদেশ। শিলংয়ের ঠাণ্ডা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে মূলত সৌদি আরবের তাইয়েফে নিবিড় ক্যাম্প করেছিল দল। শিলংয়ে এসে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে কাবরেরা-জামালদের। মূল মাঠে প্রস্তুতির সুযোগ প্রথম মিলেছে সোমবার। এই বাধা-বিপত্তিগুলোও দলের মনোবলে চিড় ধরাতে পারেনি একবিন্দু, বরং বাড়িয়েছে আরও। অধিনায়ক জামাল ভূইয়া যেমন সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, জয় চাই।
চাওয়া পূরণের জন্য দল কতটা তৈরি, প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির ঢেকুর তুলে হাভিয়ের কাবরেরা বলেছেন, “পারফরম্যান্সের দিক থেকে, মানসিকভাবে আমরা এখন ভীষণ শক্তিশালী।” স্বাগতিকদের জন্য সবকিছু কঠিন করে তোলার বার্তা তিনি দিয়েছেন প্রত্যয়ের সাথে। ভারত কোচ মানোলো মার্কেসও সমীহের সুরে কথা বলেছেন বাংলাদেশ নিয়ে। তবে ৪৮৯ দিন পর ভুলে যাওয়া জয়ের স্বাদ ফিরে পাওয়ার আনন্দ তিনি টেনে নিতে চান বাংলাদেশের বিপক্ষেও।
মার্কেসের চাওয়া পূরণের পথ কঠিন করে তোলার সাহস বাংলাদেশ পাচ্ছে নানা কারণে। গত সাফে ১৪ বছর পর সেমি-ফাইনালে খেলার তৃপ্তি হয়েছিল সঙ্গী। মাঝের সময়ে কাবরেরা গুছিয়ে নিয়েছেন দলকে। এর সাথে যোগ হয়েছেন হামজা। শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার আসার পর থেকে দলের অন্দরে বইছে আত্মবিশ্বাসের স্রোত। রাকিব, তপু, ইব্রাহিমদের কথায় সে স্ফুরণের দেখা মিলছে সারাক্ষণ।
পরিসংখ্যান আর র্যাঙ্কিংয়ের ব্যবধান তাই তেমন পাত্তা দিচ্ছে না বাংলাদেশ। ৩১ মুখোমুখিতে ভারতের ১৬টি জয়, বাংলাদেশের ৩ জয়, বাকি ১২ ম্যাচ ড্র নিয়ে মার্কেসই যেমন বললেন, র্যাঙ্কিং ‘মিথ্যা’ বিষয়। সবশেষ ২০০৩ সালে ভারতের বিপক্ষে সবশেষ জয়ের পর পার হয়ে যাওয়া সময় নিয়ে ভাবছেন না কাবরেরাও। বর্তমান দলটিকে তার দেখা ‘সেরা বাংলাদেশ দল।’
ভারত ম্যাচে সেরা একাদশে কারা থাকবে, তা বোঝার উপায় অবশ্য নেই। টেকটিক্যাল অনুশীলনের পর্বে তার দুয়ারও গণমাধ্যমকর্মীদের জন্য বন্ধ। তবে ধারনা করা যায়, পোস্টে মিতুল মারমা তার প্রথম পছন্দ। দুই সেন্টার ব্যাক তপু বর্মন ও কাজী তারিক রায়হান। লেফট ব্যাক রহমত মিয়া ও ইসা ফয়সাল এবং রাইট ব্যাক সাদউদ্দিন ও শাকিল আহাদ তপুর কেউ খেলবেন।
মাঝমাঠে হাজমা চৌধুরীর সাথে থাকতে পারেন জামাল ভূইয়া ও মোহাম্মদ হৃদয়। আক্রমণভাগের গুরুভার এ মৌসুমের লিগে ৭ গোল করা তরুণ আল আমিনের কাঁধে উঠতে পারে। তার দুই পাশে রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম। এদের মধ্যে হামজার মতো আল আমিন দলে একেবারেই নতুন। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন ইব্রাহিম। ভারতের জালে ‘আত্মতৃপ্তির গোল চাই’, বলে রেখেছেন তিনিও।
তৃপ্তির চূড়ায় পা রাখতে আটকাতে হবে ছেত্রিকে। আইএসএলে এ মৌসুমে ১২ গোল করেছেন তিনি। অবসর ভেঙে ফিরে কদিন আগে এই শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে হেডে গোল করে বুঝিয়ে দিয়েছেন, মরচে পড়েনি পায়ে-মাথায়। ছেত্রি ছাড়াও ভারত দলে আছে লিস্টন কোলাসো, রাহুল ভেকে, ফারুক চৌধুরীর মতো নির্ভরতা। ম্যাচের মোড় মুহূর্তেই ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে তাদেরও।
নিজেদের সামর্থ্য নিয়ে সংশয় নেই বাংলাদেশেরও। সোমবার সন্ধ্যায় মূল মাঠের প্রস্তুতিতেও প্রাণবন্তো একটা দলের প্রতিচ্ছবিই ফুটে উঠেছে। এখন অপেক্ষা, তা মাঠে অনুবাদের।