চোটে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন জেমস

ইউক্রেইনের বিপক্ষে ম্যাচ মিস করবেন চেলসির এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2023, 01:43 PM
Updated : 25 March 2023, 01:43 PM

ইউরো ২০২৪-এর বাছাইয়ের ইউক্রেইনের বিপক্ষে রিস জেমসকে পাচ্ছে না ইংল্যান্ড। চোটের কারণে এই ম্যাচটি খেলতে পারবেন না চেলসির এই ডিফেন্ডার।

ইংল্যান্ড ফুটবল ফেডারেশন জানিয়েছে, অবস্থা বোঝার জন্য স্কোয়াড ছেড়ে ক্লাবে ফিরে গেছেন জেমস। গত বৃহস্পতিবার ইতালির বিপক্ষে ইংল্যান্ডের ২-১ গোলে জয়ের ম্যাচে ৮৫তম মিনিটে বুকায়ো সাকার বদলি হিসেবে নেমেছিলেন তিনি।

জেমসের জায়গায় দলে কাউকে না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।

হাঁটুর চোটের কারণে গত বিশ্বকাপে খেলতে পারেননি জেমস। এরপর গত ডিসেম্বরে হাঁটুতে আরেকটি সমস্যার কারণে আরও এক মাসের জন্য মাঠের বাইরে থাকেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

ইউক্রেইনের বিপক্ষে আগামী রোববার মাঠে নামবে সাউথগেটের দল।