আন্তর্জাতিক ফুটবল
দেড় বছরের মধ্যে প্রথমবার জাতীয় দলে ফেরার জোর সম্ভাবনা তৈরি হয়েছে নেইমারের।
Published : 04 Mar 2025, 08:41 PM
অসহনীয় একটি বছর শেষে, শৈশবের ঠিকানায় ফিরে ফুটবলের সবুজ গালিচায় আবার আলো ছড়াচ্ছেন নেইমার। তার ব্রাজিল দলে ফেরার সম্ভাবনাও উজ্জ্বল হতে শুরু করেছে। বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে সামনের দুই ম্যাচেই তারকা সতীর্থের সঙ্গে আবার মাঠ মাতানোর স্বপ্ন দেখছেন ভিনিসিউস জুনিয়র।
চলতি মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। এর জন্য আগামী বৃহস্পতিবার স্কোয়াড ঘোষণা করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দেড় বছরের মধ্যে প্রথমবার জাতীয় দলে ফেরার জোর সম্ভাবনা আছে নেইমারের।
দেশের হয়ে নেইমার সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। সেই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে এক বছরের জন্য ছিটকে যান মাঠের বাইরে।
ব্রাজিলের গত এক দশকের সেরা ফুটবলারের ফেরার সম্ভাবনায় নতুন করে আশা জাগছে দেশটির ফুটবলে। দারুণ সম্ভাবনা দেখছেন ভিনিসিউস নিজেও। টিএনটি ব্রাজিলকে সেই প্রত্যাশার কথাই শোনালেন তিনি।
“(তার ফেরার সম্ভাবনা) সবার প্রত্যাশা অনেক। কারণ তিনি আমাদের প্রজন্মের আদর্শ।”
পিএসজি ছেড়ে ২০২৩ সালে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু ওই চোটে সৌদি আরবের দলটির হয়ে কেবল সাতটি ম্যাচ খেলতে পারেন তিনি। তবে গত জানুয়ারির দলবদলে সান্তোসে ফিরে পুরোনো ছন্দে ফেরার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন তিনি।
সান্তোসের হয়ে সবশেষ চার ম্যাচে তিনটি গোল করেছেন নেইমার। পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে গত রোববার ব্রাগানচিনোর বিপক্ষে দলের ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে সরাসরি ফ্রি কিকে একটি গোল করেন তিনি। ম্যাচের পর শারীরিকভাবে ক্রমেই নিজেকে সেরা অবস্থায় ফিরে পাচ্ছেন বলে জানান নেইমার।
সতীর্থের সান্তোসে ফেরার সিদ্ধান্তে বেশ খুশি ভিনিসিউস।
“তিনি সান্তোসে ফেরায় আমরা খুব খুশি। তিনি গোলেও ফিরেছেন এবং তিনি খুশি আছেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য ব্রাজিলের এখন পর্যন্ত পারফরম্যান্স মোটেও সুখকর নয়। ১২ রাউন্ড শেষে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল, শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে।
বাংলাদেশ সময় আগামী ২১ মার্চ ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচ দিন পর তারা খেলবে আর্জেন্টিনার মাঠে।