স্প্যানিশ ফুটবল
দিয়েগো সিমেওনের আশা, কঠিন সময়ের হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে তাদেরকে সাহায্য করবে খেলোয়াড়দের জাতীয় দলের ফর্ম।
Published : 28 Mar 2025, 11:22 PM
আন্তর্জাতিক বিরতিতে দেশের হয়ে আলো ছড়িয়েছেন আতলেতিকো মাদ্রিদের ফুটবলাররা। এবার ক্লাবেও সেই ছন্দ ধরে রাখবেন তারা, আশায় কোচ দিয়েগো সিমেওনে। তার মতে, এতে কঠিন সময়ের হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে পারবে স্প্যানিশ ক্লাবটি।
মাঠে সময়টা ভালো যাচ্ছে না আতলেতিকোর। লা লিগায় নিজেদের সবশেষ দুই ম্যাচেই হেরেছে তারা; গেতাফের বিপক্ষে ২-১ ও বার্সেলোনার বিপক্ষে ৪-২ গোলে। এই দুই ম্যাচের মাঝে রেয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে হেরে ছিটকে পড়েছে তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে।
লিগ টেবিলে তৃতীয় স্থানে দলটি। শীর্ষে থাকা বার্সেলোনা থেকে পিছিয়ে ৭ পয়েন্টে। লিগ শিরোপা পুনরুদ্ধারে খেলোয়াড়দের সেরাটা দেওয়ার বিকল্প দেখছেন না সিমেওনে।
তার ছেলে জুলিয়ানো সিমেওনে আর্জেন্টিনার সবশেষ ম্যাচে ছিলেন উজ্জ্বল। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে হারানোর ম্যাচে জালের দেখা পান আতলেতিকোর এই ফুটবলার। এছাড়া ইসরায়েলের বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেন নরওয়ের আলেকসান্দার সরলথ।
লিগ ম্যাচে শনিবার এস্পনিওলের মুখোমুখি হবে আতলেতিকো। আগের দিনের সংবাদ সম্মেলনে সিমেওনে বলেন, জাতীয় দলের দারুণ ফর্ম ক্লাবের জন্যও ইতিবাচক।
“ক্লাবের সব আন্তর্জাতিক খেলোয়াড়রা জাতীয় দলের হয়ে খেলা ইতিবাচক শক্তি। তারা ভালো খেলেছে এবং বার্সেলোনার বিপক্ষে ওই ম্যাচের পর…জয় সবসময়ই আনন্দ দেয়।”
লিগে এখনও বাকি ১০টি করে রাউন্ড। তাই লা লিগার ট্রফি উঁচিয়ে ধরার আশা এখনই ছাড়ছেন না আতলেতিকোকে দুটি লিগ শিরোপা জেতানো সিমেওনে।
“আমি মনে করি, শেষ পাঁচ ম্যাচই মৌসুম নির্ধারণ করে দেয় এবং যারা বিকল্প নিয়ে আসবে তারাই শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।”