ইংলিশ ফুটবল
গোলকিপিং কোচ জর্জ ভিতালকে মাঠে নামাতে রাজি হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হুবেন আমুরি, তবু এখনকার অবস্থায় তিনি খেলাবেন না মার্কাস র্যাশফোর্ডকে।
Published : 27 Jan 2025, 11:37 AM
আক্রমণে ধার নেই। নিয়মিত গোলের জোগান নেই। পারফরম্যান্সে ধারবাহিকতা নেই। মাঝেমধ্যে কিছু ঝলক বাদ দিলে আক্রমণভাগে বেশ ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবু মার্কাস র্যাশফোর্ডকে নিয়ে মনোভাবে কোনো পরিবর্তন আনবেন না হুবেন আমুরি। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের বার্তাটি পরিষ্কার। প্রয়োজন হলে ৬৩ বছর বয়সী গোলকিপিং কোচকেও তিনি মাঠে নামাতে প্রস্তুত আছেন, কিন্তু ফুটবলারদের নিয়ে নিজের নীতির সঙ্গে আপোস করবেন না।
ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে র্যাশফোর্ডকে আার খেলাননি আমুরি। কারণটাও তিনি খোলাসা করেছেন কয়েক দফায়। গত প্রায় দেড় মাসে যথারীতি তাদের পারফরম্যন্স ছিল অধারাবাহিক। গোল বের করতে ধুঁকেছে দল। ডিসেম্বরের শুরু থেকে দুই ফরোয়ার্ড খাসমুস হয়লুন ও জশুয়া জার্কজি মিলে গোল করেছেন একটি। তবু র্যাশফোর্ডের দুয়ারে কড়া নাড়েননি কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার ফুলহ্যামকে কোনোরকমে ১-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। গোটা ম্যাচে তাদের স্রেফ একটি শট ছিল লক্ষ্যে। সেটিতে গোল করেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
র্যাশফোর্ডকে এই নিয়ে টানা ১১ ম্যাচে দলের বাইরে রাখলেন আমুরি। এই ম্যাচের পর পুরোনো প্রশ্ন নতুন করে উঠল আবার। ইউনাইটেডের কোচ আরও একবার সাফ বলে দিলেন, এখানে কোনো আপোস তিনি করবেন না।
“কারণটা সবসময় একই। কারণ হলো- ট্রেনিং। ফুটবলারদের যেভাবে অনুশীলন করা উচিত বলে আমি মনে করি…। অনুশীলনে ও জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিদিন ছোটখাটো ব্যাপারগুলি গুরুত্বপূর্ণ। কাজেই সেসব যদি না বদলায়, আমিও বদলাব না।”
“প্রতিটি ফুটবলারের ক্ষেত্রেই এটি সত্যি। যদি সর্বোচ্চটা দেয়, ঠিক কাজগুলি করে, আমরা সব ফুটবলারকেই কাজে লাগাতে পারি। আজকেও যদি আমাদের বেঞ্চে তাকান… গতিময় একজনের অভাব আমরা অনুভব করেছি, যে মাঠে নেমে খেলাটা বদলে দিতে পারে। কিন্তু আমি নিজের ভাবনা থেকে সরে আসিনি। যে ফুটবলার প্রতিটি দিন নিজের সেরাটা দেয় না, তার বদলে আমি বরং ভিতালকে (গোলকিপিং কোচ জর্জ ভিতাল) নামিয়ে নিতে পারি। কিন্তু আমার ধরন বদল হবে না।”
কোচের এই মনোভাবের পর র্যাশফোর্ড গত মাসে বলেছিলেন, ইউনাইটেড ছেড়ে নতুন চ্যালেঞ্জ খুঁজবেন তিনি। তবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কোনো দল এখনও খুঁজে পাননি ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।