২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও অনেক আগেই শেষ হয়ে গেল অভিজ্ঞ এই কোচের ইতালি অধ্যায়।
Published : 13 Aug 2023, 07:18 PM
স্বদেশের জাতীয় দলের ডাগআউটে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থ হওয়ার জ্বালা যেমন সইতে হয়েছে, তেমনি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার মধুর স্বাদও পেয়েছেন রবের্তো মানচিনি। উত্থান-পতনের এই পথচলায় তার ওপর যথেষ্ট আস্থাও দেখিয়েছে ইতালির ফুটবল কর্তৃপক্ষ। তারপরও, একরকম হঠাৎ করেই ইতালি জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অভিজ্ঞ এই কোচ।
বিবৃতি দিয়ে রোববার বিষয়টি জানিয়েছে ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল মানচিনির।
২০১৮ সালে ইতালিয়ান ফুটবলের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। ওই বছরের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা, ১৯৫৮ সালের পর যা ছিল দেশটির জন্য প্রথম। এরপর ৫৮ বছর বয়সী মানচিনির হাত ধরে দ্রুত ঘুরে দাঁড়ায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মানচিনির কোচিংয়ে ২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতে ইতালি। তবে বিশ্ব সেরার মঞ্চে খেলার লড়াইয়ে ফের হতাশ হতে হয় তাদের। কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নেয় তারা।
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় ইতালিয়ান সংবাদমাধ্যমের তীব্র চাপের মুখে পড়েন মানচিনি। তবে সাবেক ম্যানচেস্টার সিটি কোচের প্রতি আস্থা রাখেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি।
গত জুনে উয়েফা নেশন্স লিগের সবশেষ আসরে তৃতীয় স্থান অর্জন করে ইতালি।
ইতালি ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে মানচিনির উত্তরসূরির নাম ঘোষণা করবে তারা।