স্প্যানিশ ফুটবল
এক পর্যায়ে ২-০ এগিয়ে থাকার পরও হেরে যাওয়ায় নিজেদেরই কাঠগড়ায় তুললেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনে।
Published : 17 Mar 2025, 03:09 PM
সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে ৭০তম মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও আতলেতিকো মাদ্রিদের হারার নজির খুব বেশি নেই। বার্সেলোনার বিপক্ষে তেতো সেই অভিজ্ঞতা হওয়ার পর নিজেদেরই কাঠগড়ায় তুলেছেন দিয়েগো সিমেওনে। আতলেতিকো কোচের মতে, এই হার দুর্ভাগ্য নয় বরং ধারাবাহিকতার ঘাটতির জন্য।
লা লিগার ম্যাচে রোববার ওয়ান্দা মেত্রোপলিতানোয় ফিরে আসার মহাকাব্য লিখে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। ৬০ পয়েন্ট নিয়ে ফিরে পেয়েছে শীর্ষ স্থান।
রেয়াল মাদ্রিদেরও পয়েন্ট ৬০, তবে তারা বার্সেলোনার চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। মুখোমুখি লড়াইয়েও পিছিয়ে আছে। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে আতলেতিকো।
ম্যাচ শেষে ডিএজেডএনকে সিমেওনে বললেন, এই হারে হাল ছেড়ে দেওয়ার কিছু দেখেন না তিনি।
“আমরা শেষ পর্যন্ত লড়াই করব। এখনও ১০টি ম্যাচ বাকি আছে, এর সবগুলোই আমাদের জিততে হবে।”
“এটা ভাগ্যের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে কঠোর পরিশ্রমের উপর। আমি ভাগ্যের উপর ছেড়ে দেব না, কোন প্রতিপক্ষ কেমন চিনতে হবে আমাদের।”
রেয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর লা লিগায় এই হার, সেটাও ২-০ ব্যবধানে অনেকটা সময় এগিয়ে থাকার পর, মেনে নেওয়া কঠিন। আতলেতিকো কোচ মনে করেন, কয়েক মিনিটে খেলাটা হাতের হাত থেকে ছুটে যায়।
“ফুটবলে ওই চার বা পাঁচ মিনিট ক্ষমার অযোগ্য। সেই সময়ে আমি ম্যাচ শেষ করার তাগিদ দিচ্ছিলাম। ছেলেরা প্রতিক্রিয়া দেখাচ্ছিল কিন্তু আমার হাতে সময় ছিল না, অনেক দেরি হয়ে গিয়েছিল।”