ইতালিয়ান ফুটবল
দলের ফুটবলারদের স্তুতির জোয়ারে ভাসিয়েছেন সিমোনে ইনজাগি।
Published : 17 Dec 2024, 05:01 PM
ম্যাচের শুরুতে প্রতিপক্ষের গোছানো ফুটবলে কিছুটা চাপে পড়ে যায় ইন্টার মিলান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ছন্দ খুঁজে পায় তারা। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে বিশাল ব্যবধানের জয় নিয়ে। লাৎসিওকে উড়িয়ে দিতে পেরে বেশ খুশি ইতালিয়ান ক্লাবটির কোচ সিমোনে ইনজাগি।
সেরি আয় সোমবার লাৎসিওকে ৬-০ গোলে হারায় ইন্টার। ইনজাগির নজরে, প্রতিযোগিতার ইতিহাসের ইন্টারের সবচেয়ে দাপুটে পারফরম্যান্সগুলোর একটি ছিল এটি। এমন চমৎকার ফুটবল উপহার দেওয়ার জন্য দলের খেলোয়ড়দের স্তুতিতে ভাসান তিনি।
লাৎসিওকে শুরুতে আটকে রেখে শেষ পর্যন্ত বড় জয়ে মাঠ ছাড়তে পারার উচ্ছ্বাস ম্যাচ শেষে প্রকাশ করেন ইনজাগি।
“প্রথম ২৫ মিনিটে আমরা লাৎসিওকে ভালোভাবে আটকে রাখতে পেরেছি, যারা টেকনিক্যালি ভালো খেলেছে। এরপর আমরাও টেকনিক্যালি অনেক উন্নতি করেছি, দুটি গোল করতে পেরেছি এবং দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয়টি করেছি।”
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে কিছুটা পিছিয়ে ইন্টার। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে তারা। এক ম্যাচ করে বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আতালান্তা ও ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি।
চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা লাৎসিওর বিপক্ষে দাপট দেখিয়ে জিততে পেরে ভীষণ খুশি ইনজাগি। ইন্টারের এমন পারফরম্যান্সের একটি ম্যাচের অপেক্ষায় ছিলেন তিনি।
“আমরা এমন একটি দলের বিপক্ষে খেলছিলাম যারা আগের ২২ ম্যাচের মধ্যে ১৬টিতে (সব প্রতিযোগিতায়) জিতেছে এবং যখন তারা হেরেছে তখন তারা এটা প্রাপ্য ছিল না।”
“আমাদের দারুণ গতি ও দৃঢ় সংকল্পের একটি ম্যাচ দরকার ছিল এবং আমরা তা করতে পেরেছি কারণ ইতালিয়ান চ্যাম্পিয়নশিপ সবসময় অনেক বিপদ ডেকে আনে।”