স্প্যানিশ ফুটবল
ভালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে দলের পারফরম্যান্সের সমালোচনা করেছেন রেয়াল কোচ কার্লো আনচেলত্তি।
Published : 04 Jan 2025, 04:01 PM
ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে নিজেদের খুঁজে ফেরে রেয়াল মাদ্রিদ। এই সময়ে একটি গোল হজম করে পিছিয়েও পড়ে তারা। তবে আরও একবার দ্বিতীয় ভাগে ঘুরে দাঁড়ানোর গল্প লেখে দলটি। ১০ জনের দল নিয়েও তুলে নেয় দারুণ এক জয়। দুই অর্ধে দলের পারফরম্যান্সের এমন ভিন্নতায় বেশ বিরক্ত রেয়াল কোচ কার্লো আনচেলত্তি।
ভালেন্সিয়ার মাঠে শুক্রবারের ম্যাচটিতে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল রেয়াল। ২৭তম মিনিটে উগো দুরোর গোলে অনেকটা সময় পিছিয়ে ছিল তারা। তবে হাল না ছেড়ে শেষদিকে জয়ের উচ্ছ্বাসে ভাসে ইউরোপের সফলতম দলটি।
ম্যাচের ৮৫তম মিনিটে বদলি নামা লুকা মদ্রিচের গোলে সমতা ফেরায় লা লিগা চ্যাম্পিয়নরা। পরে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বেলিংহ্যাম এনে দেন জয়সূচক গোল। উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জেতে তারা।
সমতা ফেরানোর আগেই অবশ্য ৭৯তম মিনিটে বড় এক ধাক্কা খায় রেয়াল। উস্কানিতে উত্যক্ত হয়ে ভালেন্সিয়া গোলরক্ষকের ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস।
একজন কম নিয়ে খেলেও কাঙ্ক্ষিত জয় পাওয়ায় দলের হার না মানা মানসিকতার প্রশংসা করেন আনচেলত্তি। একই সঙ্গে তিনি সমালোচনা করেন প্রথমার্ধের পারফরম্যান্সের।
“প্রথমার্ধে আমরা কতটা খারাপ ছিলাম এবং দ্বিতীয়ার্ধে একজন কম নিয়েও কতটা ভালো ছিলাম, এটা ব্যাখ্যা করা কঠিন। তিন পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল, কিন্তু আমরা দুই ধরনের খেলা দেখাতে পারি না। প্রথমার্ধ ছিল ভীষণ খারাপ, আর দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খুব ভালো।”
মদ্রিচের গোলের অনেক আগেই অবশ্য সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল রেয়াল। ৫২তম মিনিটে ডি-বক্সে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু বেলিংহ্যামের নিচু গড়ানো শট ফেরে পোস্টে লেগে। রেয়ালের জার্সিতে এই প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।
এনিয়ে সবশেষ চার পেনাল্টির তিনটিতেই গোল করতে ব্যর্থ হলো রেয়াল। যেখানে দুটি মিস করেছেন ফরাসি তারকা এমবাপে। স্পট কিকে বারবার ব্যর্থ হওয়ায় বিরক্ত আনচেলত্তি। তবে পেনাল্টি মিসের পর যে পারফরম্যান্স দেখিয়েছেন বেলিংহ্যাম, সেটার প্রশংসা করেন তিনি।
“তিনটি পেনাল্টি মিস করেছি আমরা, এতে আমার খারাপ লাগছে। আমার মনে হয়, কে পেনাল্টি নেবে তা নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব আমাকেই নিতে হবে।”
“পেনাল্টি মিস করার পর বেলিংহ্যাম নিজের ওপর বিশ্বাস হারায়নি, এটা তাকে বাড়তি অনুপ্রেরণা দিয়েছে। শেষ ৩০ মিনিটে যে যেমন খেলেছে, এমন পারফরম্যান্স কেবল সে-ই করতে পারে। সে অসাধারণভাবে চেষ্টা চালিয়ে গেছে।”