বিশ্বকাপ বাছাই
২০০৩ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচে স্রেফ ৫টি হার ছিল ব্রাজিলের, এবার ৮ ম্যাচেই হেরে তারা গেছে ৪টিতে।
Published : 11 Sep 2024, 11:48 AM
দুঃস্বপ্নের আঁধারে আলোর রেখা হয়ে এসেছিল একটি জয়। তবে আদতে সেটি ছিল যেন মরিচিকা। পরের ম্যাচেই যে আবার এলো পরাজয়ের কালো থাবা! বিশ্বকাপ বাছাইয়ে এবার সেই হতাশার ঘোরেই ঘুরপাক খাচ্ছে ব্রাজিল। দলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিয়োস স্বীকার করে নিচ্ছেন, আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন তারা।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। এবারের বাছাইপর্বে এটিই অবশ্য তাদের নিয়মিত চিত্র।
বাছাইয়ের ইতিহাসে প্রথমবার টানা তিন ম্যাচে হারের পর একুয়েডরকে কোনোরকমে হারাতে পেরেছিল তারা গত শুক্রবার। কিন্তু সেই স্বস্তি ছিল কেবল কয়েক দিনের। প্যারাগুয়ের কাছে পরাজয়ের পর একই চক্রে ফিরে গেল তারা।
সিবিএস স্পোর্টস নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ২০০৩ থেকে ২০২২ পর্যন্ত লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচ খেলে স্রেফ ৫টিতে হেরেছিল ব্রাজিল। এবার ৮ ম্যাচেই ৪ হার হয়ে গেল!
এই ম্যাচের আগে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র আত্মবিশ্বাসী কণ্ঠে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে তার দল। কিন্তু এখন যা অবস্থা, তাদের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা নিয়েই থাকতে পারে সংশয়!
দুই ম্যাচ আগে পয়েন্ট তালিকায় তারা ছিল ছয়ে। একুয়েডরকে হারিয়ে চারে উঠে এসেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এই হারের পর নেমে গেছে পাঁচে।
৮ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট মোটে ১০।
একই দিনে কলম্বিয়ার কাছে হেরে গেলেও আর্জেন্টিনা শীর্ষে আছে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। পরের দুই স্থানে উরুগুয়ে ও একুয়েডর। ব্রাজিলের সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে ছয়ে ভেনেজুয়েলা।
জয়-হারের চেয়েও বেশি চোখে পড়ছে ব্রাজিলের খেলার ধরন। একুয়েডরকে হারানোর ম্যাচেও তাদের খেলায় ছিল কোনো ধার বা পরিকল্পনার ছাপ। প্যারাগুয়ের বিপক্ষেও তারা ছিল একদম অনুজ্জ্বল। প্রথমার্ধে লক্ষ্যে একটিমাত্র শট নিতে পারে দলটি। দ্বিতীয়ার্ধে মরিয়া ভিনিসিউস জুনিয়র তিনটি শট নেন, কিন্তু কার্যকর ছিল না একটিও। রেয়াল মাদ্রিদের জার্সিতে উজ্জ্বল এই তারকা দেশের হয়ে আরও একবার ছিলেন নিজের ছায়া হয়ে।
গোটা দলেরই এই অবস্থা। ম্যাচ শেষে তা একরকম মেনে নিলেন মার্কিনিয়োস।
“কোচ এখনও বের করার চেষ্টা করছেন, খেলার কোন ধরনটি আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত। সেটিই প্রতিফলিত হচ্ছে ফলাফলে। অনেক নতুন ফুটবলার এসেছে দলে। আত্মবিশ্বাসের ঘাটতিও আছে আমাদের।”
ব্যর্থতা মেনে নিয়েই আশার কথা শোনালেন ব্রাজিলের হয়ে ৯০ ম্যাচ খেলা পিএসজির এই ডিফেন্ডার।
“বাছাইপর্ব সহজ কিছু নয়। সময়টা এখন কঠিন এবং আমাদেরকে বের করতে হবে, কীভাবে এটা সামলাতে পারি। একটা পালাবদলের সময় চলছে। আত্মবিশ্বাস পাচ্ছি না আমরা। তবে কঠোর পরিশ্রম করব আমলা এবং মাঠে ফল বের করে আনাই সবচেয়ে উপযুক্ত জবাব।”
বিশ্বকাপ বাছাইয়ে এরপর আগামী মাসে চিলি ও পেরুর সঙ্গে লড়বে ব্রাজিল।