ইংলিশ স্ট্রাইকারকে নিয়ে উচ্ছ্বসিত তার বায়ার্ন মিউনিখ সতীর্থ টমাস মুলার।
Published : 12 Nov 2023, 09:46 PM
বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে গোলের পর গোল করে হ্যারি কেইন আছেন ফর্মের তুঙ্গে। অল্প সময়ের মধ্যেই দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন তিনি। এই তারকা স্ট্রাইকারে মুগ্ধ তার ক্লাব সতীর্থ টমাস মুলার। তার মতে, কেইনের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়।
২০২২ সালে পোলিশ তারকা রবের্ত লেভানদোভস্কি চলে যাওয়ার পর এক মৌসুম স্বীকৃত স্ট্রাইকার ছাড়াই খেলে বায়ার্ন। এরপর গ্রীষ্মের দলবদলে টনেনহ্যাম হটস্পার থেকে বুন্ডেসলিগার রেকর্ড ১০ কোটি ইউরোর বিনিময়ে জার্মান ক্লাবটিতে নাম লেখান কেইন। খুব অল্প সময়েই লেভানদোভস্কির শূন্যতা পুরণ করার কাজটা ভালোভাবেই সামলাচ্ছেন এই ইংলিশ।
বুন্ডেসলিগায় গত শনিবার হাইডেনহাইমের বিপক্ষে বায়ার্নের ৪-২ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেন কেইন। জার্মানির শীর্ষ লিগে ১১ ম্যাচে ১৭ গোল হয়ে গেছে ৩০ বছর বয়সী এই ফুটবলারের। লিগের এই পর্যায়ে এখন সবচেয়ে বেশি গোল কেইনেরই, আগের রেকর্ডটি ছিল লেভানদোভস্কির (১৬ গোল)।
লিগে ১১ রাউন্ড পর কেইনের গোলসংখ্যা সবশেষ মৌসুমে বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলস্কোরারের চেয়েও বেশি।
বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত চারবার জালের দেখা পেয়েছেন কেইন। ইংল্যান্ডের সর্বোচ্চ এবং প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৫ ম্যাচে গোল করেছেন ২১টি।
হাইডেনহাইম ম্যাচের পর কেইনের নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন অভিজ্ঞ ফরোয়ার্ড মুলার।
“আমার বিশ্বাস সে যে কোনো কিছুই করতে পারে। আমাদের শুধু তাকে জায়গা মতো রাখতে হবে। সে যদি বক্সের কাছাকাছি বা ভেতরে কোনো জায়গায় থেকে শট নিতে পারে, তাহলে বল জালে যাওয়ার সম্ভাবনা থাকে।”
বায়ার্ন কোচ টমাস টুখেল ভাষাই হারিয়ে ফেলেছেন কেইনের গোল করার সামর্থ্য দেখে।
“আমি ভিন্ন কিছু বলতে পারব না। (কেইনের) পারফরম্যান্সই কথা বলছে। তাই এটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই।”