ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
ইউরোর শিরোপা জয়ে উৎসবের দেশে পরিণত হয়েছে স্পেন, আরও বড় উদযাপন হবে মঙ্গলবার দল মাদ্রিদে ফেরার পর।
Published : 15 Jul 2024, 02:22 PM
ট্রফি নিয়ে উদযাপন, ছবির জন্য পোজ দেওয়া, উল্লাসের পালা ততক্ষণে কয়েক দফায় হয়ে গেছে। হঠাৎ স্প্যানিশ ফুটবলারদের হয়তো মনে পড়ল সমর্থকদের কথা। গ্যালারির যে অংশ লাল সমুদ্রে রূপ দিয়েছেন স্পেনের সমর্থকেরা, সেদিনেই ট্রফি নিয়ে ছুটলেন দানি ওলমো। তার পাশে আর পিছুপিছু গেলেন দলের অন্যরাও। সমর্থকদের খুব কাছে গিয়ে উদযাপন হলো আরেক দফায়।
বার্লিনে স্টেডিয়ামে যখন এভাবে উদযাপন চলছে, স্পেনের শহর থেকে শহরে, পথ থেকে পথে তখন বইছে উচ্ছ্বাসের জোয়ার। মধ্যরাতেও স্পেন পরিণত হয় উৎসবের দেশে।
ইউরোতে স্পেন যখন একের পর এক জয়ে এগিয়ে চলেছে, গোটা দেশে ফুটবল হয়ে উঠেছে আলোচনার প্রধানতম উৎস। বড়-ছোট সব শহরের বাড়ির ছাদ, ব্যালকনিতে, পথের মোড়ে মোড়ে স্পেনের পতাকা উড়েছে। বিভিন্ন দোকান-বার-রেস্টুরেন্টে পতাকার পাশাপাশি শোভা পেয়েছে জাতীয় দলের জার্সি। ফাইনালের আগে এই সপ্তাহান্তে তো ফুটবল ছাড়া আলোচনার আর কিছু ছিল না স্পেনে। ১২ বছর পর ইউরোর ফাইনাল বলে কথা!
বড়-ছোট নানা শহরেই বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় ফাইনাল দেখার আয়োজন ছিল। টিভি পর্দায় চোখ ছিল লাখো মানুষের। নিকো উইলিয়ামস ও মিকেল ওইয়ারসাবালের গোলে পর উল্লাস ভেসে আসে নানা প্রান্ত থেকে। ম্যাচ শেষে পথে নেমে যায় হাজারও মানুষ। উদযাপন চলতে থাকে রাতভর।
রাজধানী মাদ্রিদে সবচেয়ে বড় জমায়েত ছিল কোলন স্কয়ারে, সব ধরনের উদযাপন সাধারণত এই আঙিনাতেই হয়। সেখানে সমর্থকেরা গলা ফাটিয়ে গেয়েছেন, “ইয়েস… ইয়েস… দা কাপ ইজ হিয়ার…।”
এক সমর্থক আনা ইসাবেলের গর্বিত উচ্চারণ, “ওরা অন্য সব দলের চেয়ে ভালো খেলেছে, যে কারও চেয়ে ভালো ছিল ওরা এবং এটা অসাধারণ।”
স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামালের জন্মস্থান কাতালুনিয়ার শহর মাতারোতে ছিল খেলা দেখার আয়োজন। সেখানে আনা নামের এক দর্শক উচ্ছ্বসিত হয়ে রয়টার্সকে বলেন, “আমাদের জন্য এটা দারুণ গর্বের, আমরা খুবই সৌভাগ্যবান, কারণ সে এখন স্পেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়….!”
বিভিন্ন পর্যটন নগরীতে বড় পর্দায় খেলা দেখার জমায়েতে ইংলিশ পর্যকটদেরও দেখা যায়। স্বাভাবিকভাবেই তারা ছিলেন হতাশ।
এবারের ইউরোর শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ ফুটবল উপহার দিয়ে টানা সাত জয়ে শিরোপা জয় করে স্পেন। প্রথম দল হিসেবে চারবার ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়ে তারা।
এই সাফল্যের বড় উদযাপন অবশ্য এখনও অপেক্ষায়। সোমবারও বার্লিনেই থাকবে স্পেন দল। মঙ্গলবার তারা ফিরবেন দেশে। উদযাপনের বড় আয়োজন রাখা হয়েছে রাজধানী মাদ্রিদে। ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করবে চ্যাম্পিয়নরা। এরপর সিবেলেস প্যালেসেও থাকছে আয়োজন, রেয়াল মাদ্রিদের শিরোপা জয়সহ আরও নানা সাফল্যের উদযাপন হয়ে থাকে যেখানে।