দাবা
জাতীয় দাবার খেলা চলাকালেই লুটিয়ে পড়েন জিয়াউর রহমান; এই গ্র্যান্ডমাস্টারকে দ্রুত হাসপাতালে নিলেও ফেরানো যায়নি।
Published : 05 Jul 2024, 07:24 PM
খেলা চলছিল দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীবের মধ্যে। এর মধ্যেই হঠাৎ লুটিয়ে পড়লেন জিয়া। দ্রুত হাসপাতালে নিলেও ফেরানো যায়নি তাকে।
গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন ইন্টারন্যাশনাল আরবিটার হারুনুর রশীদ।
“জিয়া অসুস্থ হওয়ার ১০ মিনিটের মধ্যেই আমরা ওকে নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে এনেছিলাম। কিন্তু ওকে ফেরানো গেল না।”
জাতীয় দাবা প্রতিযোগিতায় শুক্রবার দ্বাদশ রাউন্ডে রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়া। ম্যাচটি শুরু হয়েছিল বেলা তিনটায়। ম্যাচ চলাকালেই ছয়টার দিকে লুটিয়ে পড়েন তিনি।
১৯৭৪ সালের ১ মে জন্ম নেওয়া জিয়ার দাবার সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ছোটবেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃ-বিজ্ঞানে পড়াশোনা করা জিয়া ক্যারিয়ার হিসেবে বেছে নেন দাবাকেই।
১৯৮৭ সালে আন্তর্জাতিক রেটিং লাভ করা জিয়া ১৯৯০ সালে ফিদেমাস্টার, ১৯৯৩ সালে আন্তর্জাতিক মাস্টার ও ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার হন।