তুরস্কে জিমন্যাস্টিকসের ফাইনালে পারলেন না কাদের ও রাফি

ইসলামিক সলিডারিটি গেমসের আর্টিস্টিক্স জিমন্যাস্টিকসে আশা জাগিয়েও পারেননি কাদের ও রাফি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2022, 06:04 PM
Updated : 11 August 2022, 06:04 PM

আলো ছড়িয়ে আর্টিস্টিক্স জিমন্যাস্টিকসে ভল্টের ফাইনালে উঠেছিলেন আলি কাদের হক ও আবু সাইদ রাফি। কিন্তু কেউই পারেননি পদকের আশা পূরণ করতে।

তুরস্কের কনিয়াতে বৃহস্পতিবার ভল্টে ১২.৯৭৫ স্কোর গড়ে কাদের আট প্রতিযোগীর মধ্যে পঞ্চম হন। ১২.৩৫০ স্কোর গড়ে ষষ্ঠ হন রাফি। ফাইনালে ওঠার পথে কাদের ১২.৯৫০ এবং রাফি ১২.১৭৫ স্কোর গড়েছিলেন।

নিউ জিল্যান্ড প্রবাসী কাদেরকে নিয়ে প্রত্যাশা ছিল বেশি। গত মে মাসে সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকসে ভল্টে রুপা জিতেছিলেন তিনি। ওই পারফরম্যান্স দিয়ে ১৯ বছর বয়সী এই জিমন্যাস্ট জায়গা করে নিয়েছিলেন কমনওয়েলথ গেমসের দলে।

ইসলামিক সলিডারিটি গেমসে এদিন সকালে বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ম্যাচ ছিল। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সেনেগালের বিপক্ষে বাংলাদেশ ৪৫-২৫ গোলে হারে। খাদিজা ৭, শ্যামলী ৫, পুর্ণিমা ৪, সানজিদা, রুবিনা ৩ টি করে ও আল্পনা, মিস্টি এবং মারফি একটি করে গোল করেন৷ প্রথমার্ধে বাংলাদেশ ১৯-১১ গোলে পিছিয়ে ছিল।

নারী হ্যান্ডবল দল গ্রুপ পর্যায়ে তিন ম্যাচের মধ্যে তিনটিতেই হারল।

টেবিল টেনিসের পুরুষ দলগত বিভাগের কোয়ার্টার-ফাইনালে ইয়েমেনের কাছে ৩-০ সেটে হেরে থেমেছে বাংলাদেশের পথচলা।