ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
ক্রোয়াটদের এক লাখ ৫ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।
Published : 29 Jun 2024, 07:34 PM
ইতালির বিপক্ষে ম্যাচে সমর্থকদের অপ্রীতিকর আচরণের জন্য শাস্তি পেয়েছে ক্রোয়েশিয়া। দলটিকে এক লাখ ৫ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
ইউরোর চলতি আসরে গ্রুপ পর্বের লড়াইয়ে গত সোমবার লাইপজিগে মুখোমুখি হয় ক্রোয়েশিয়া ও ইতালি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১-১ গোলে ড্র হওয়া ওই ম্যাচকে কেন্দ্র করে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
ইতালি-ক্রোয়েশিয়ার লড়াইয়ের আগেও লাইপজিগে দুটি ম্যাচ হয়। কিন্তু এই ম্যাচে চারপাশের পরিবেশ ছিল বেশ অশান্ত। স্টেডিয়ামের ভেতরে ক্রোয়েশিয়ান সমর্থকরা কয়েকটি ফ্লেয়ার ছোড়েন। এছাড়া মাঠে অনেক প্লাস্টিকের কাপ নিক্ষেপ করা হয়।
ক্রোয়েশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের শুক্রবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্রোয়েশিয়ার সমর্থকদের মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপের জন্য ৪৫ হাজার, ফ্লেয়ার জ্বালানোর জন্য ৩০ হাজার এবং অপ্রীতিকর আচরণের জন্য ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা অবশ্য এখনও কিছু জানায়নি।
আলবেনিয়ার বিপক্ষে ম্যাচেও ফ্লেয়ার নিক্ষেপ করেছিল ক্রোয়েশিয়ান সমর্থকরা। যে কারণে এরই মধ্যে জরিমানা গুনতে হয়েছে ক্রোয়াটদের। ওই ম্যাচে দুই দলের সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী বা বৈষম্যমূলক আচরণ করার অভিযোগও উঠেছে, যা নিয়ে উয়েফার পৃথক তদন্ত চলছে।
ওই ইতালি-ক্রোয়েশিয়া ম্যাচের আগে, ম্যাচ চলাকালে ও পরে বেশ তৎপর ছিল লাইপজিগ পুলিশ। ঝামেলা সৃষ্টিকারী কয়েকজনকে আটকে রাখা হয়েছিল।
লাইপজিগে অনুষ্ঠিত পর্তুগাল-চেক রিপবালিক ম্যাচ এবং ফ্রান্স-নেদারল্যান্ডস ম্যাচের সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এই মাঠে এবারের ইউরোর শেষ ম্যাচ হবে আগামী মঙ্গলবার, শেষ ষোলোর লড়াইয়ে তুরস্কের মুখোমুখি হবে অস্ট্রিয়া।