ইতালিয়ান ফুটবল
রোমার এই কিংবদন্তি নিজেও পুরো বিষয়টাকে পাগলামি হিসেবে দেখছেন, আবার ক্ষীণ হলেও তেমন কোনো সম্ভাবনাকে উড়িয়েও দিচ্ছেন না।
Published : 22 Oct 2024, 07:21 PM
ফুটবলকে বিদায় বলেছেন সাত বছর আগে। বয়সও হয়ে গেছে ৪৮। এই বয়সে এসে সবাইকে অবাক করে দিয়ে, ফ্রান্সেসকো তত্তি খেলোয়াড়ী জীবন নতুন করে শুরুর সুপ্ত বাসনার কথা শোনালেন।
ইতালিয়ান ক্লাব রোমার কিংবদন্তি তিনি। ক্যারিয়ারের পুরোটা সময় খেলেন এই ক্লাবেই। ১৯৯৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে দলটির হয়ে ৭৮৬ ম্যাচ খেলে ৩০৭টি গোল করে খেলোয়াড়ী জীবনের ইতি টানেন তত্তি। দলটির হয়ে জেতেন একটি সেরি আ, দুটি ইতালিয়ান কাপ ও দুটি ইতালিয়ান সুপার কাপ।
সেরি আর কয়েকটি ক্লাব তাকে এখনও অবসর ভেঙে মাঠে ফেরার জন্য অনুরোধ করে বলে দাবি করেন তত্তি। অবশ্য নিজেই তেমন কোনো সম্ভাবনাকে পাগলামি বলে মনে করেন তিনি।
“কিছু সেরি আ ক্লাব আমাকে ফোন করেছিল। আমি স্বীকার করছি, তাদের আগ্রহ দেখে একটু হলেও এ বিষয়ে ভেবেছি আমি, পুরো ব্যাপারটাই পাগলামি। এটা কঠিন হবে, কিন্তু কখনোই হবে না, জীবনে এমন কিছু কখনও বলা যায় না।”
“এমন অনেক খেলোয়াড় আছে, যারা অবসর নেওয়ার পরও ক্যারিয়ারে অনেক বছর খেলেছে। সবার প্রতি সম্মান রেখেই বলছি, কোথায় খেলছেন, বিষয়টা এর ওপরও নির্ভর করে। তবে আমাকে যদি সেরি আয় ফিরতে হয়, তাহলে আমাকে খুব ভালোভাবে অনুশীলন করতে হবে।”
২০০৬ বিশ্বকাপ জয়ী ও জাতীয় দলের হয়ে ৫৮ ম্যাচ খেলা তত্তি অবশ্য পরিষ্কার করে দিয়েছেন, রোমার চিরপ্রতিদ্বন্দ্বী লাৎসিও যদি তাকে ডাকেও, তারপরও এই দলের হয়ে খেলবেন না তিনি।
“লাৎসিও? (এই দলে খেলার বিষয়ে) আমি এমনকি বিবেচনাও করব না। দুই-তিন মাসের মধ্যে আমি প্রস্তুত হয়ে যাব-৪৮ বছর বয়সেও আমি খেলছি। এমন কোনো পাগলামি যদি আসলেই করি, তাহলে সেটা অবশ্যই ইতালিতে, দেশের বাইরে নয়। তবে এটা (ফেরাটা) হবে পাগলামি।”
চলতি মৌসুমে শুরুটা ভীষণ বাজে হয়েছে রোমার। লিগে প্রথম চার ম্যাচে জয়শূন্য থাকার পর তারা কোচ দানিয়েলে দে রস্সিকে ছাঁটাই করেছে। আট ম্যাচে দুই জয় ও চার ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে দলটি।