নারী ফুটবল
প্রধান উপদেষ্টার কাছে বিশেষ এক চাওয়াও আছে বাংলাদেশকে টানা দুটি সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো অধিনায়ক সাবিনা খাতুনের।
Published : 01 Nov 2024, 09:46 PM
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর ফের শিরোনামে এক নির্মম বাস্তবতা। শিরোপা জয়ী সাবিনা-মনিকাদের বেতন নাকি বকেয়া রয়েছে কয়েক মাস ধরে! বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সাবিনা খাতুনের কথাতেও প্রকাশ পেল বকেয়া বেতন নিয়ে উষ্মা। পারিশ্রমিকের অঙ্ক বাড়ানোর দাবিও জানালেন টানা দুইবারের সাফ জয়ী অধিনায়ক।
বর্তমান কাঠামোয় সাবিনার বেতনই সবচেয়ে বেশি, ৫০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে মাসিক পারিশ্রমিক পান খেলোয়াড়েরা, কিন্তু সেটাও নিয়মিত নয়। সাবিনার চাওয়া বেতন বৃদ্ধি এবং তা নিয়মিত হওয়া।
“আমরা চাইব বেতনটা যেন বাড়ানো হয়। বেতনটা যেন নিয়মিত হয়। এছাড়া আমাদের উইমেন্স লিগ যেন নিয়মিত হয় এবং আরও লম্বা সময় ধরে হয়। মাঠে যেন খেলাটা থাকে।”
“এছাড়া আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ যেন আমরা খেলতে পারি। এই সাফের পর আমি চাই, আমরা যেন দক্ষিণ এশিয়ার মধ্যেই পড়ে না থাকি, যেন পুরো এশিয়ার মধ্যে নিজেদের মেলে ধরতে পারি।”
শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে সাফ জয়ী দল। প্রধান উপদেষ্টার কাছে ‘বিশেষ’ চাওয়া আছে অধিনায়কের।
“এই মেয়েরা খুবই নিম্মবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। কিছু দিন আগে যে বন্যা হয়েছে, সেখানে অনেক মেয়ের বাড়িতে পানি উঠে গেছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আমাদের পরিবারের মানুষরা যখন বাড়ি থেকে ঢাকায় আসেন, তখন সত্যি বলতে তাদের থাকার কোনো জায়গা থাকে না।”
“আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, যেন মেয়েদেরকে কোনো জায়গা বা ফ্ল্যাট দিতে পারেন, সেটাই মেয়েদের জন্য সবচাইতে বড় উপহার হবে।”
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে সাফে টানা দ্বিতীয় শিরোপা জেতে বাংলাদেশ। দুই বছর আগে নেপালকেই ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম এই শিরোপার স্বাদ দেশকে এনে দিয়েছিল মেয়েরা।