আর্জেন্টিনা ফুটবল
ফ্রান্সের ফুটবলাদের উদ্দেশ্য করে আর্জেন্টাইন ফুটবলারদের গাওয়া ‘বর্ণবাদী’ গানে বিস্মিত ফরাসিদের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
Published : 18 Jul 2024, 05:37 PM
সাফল্যমণ্ডিত পথচলায় সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উদাহরণ হয়ে ওঠা আর্জেন্টিনার ফুটবলারদের কাছ থেকে কোনো ধরনের ‘বর্ণবাদী’ আচরণের কথা ভাবতেও পারেননি উগো লরিস। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিশ্বাস, এই ভুল থেকে শিক্ষা নেবেন আর্জেন্টিনার ফুটবলাররা।
আর্জেন্টিনাকে নিয়ে এসব মন্তব্যের শুরু একটি ভিডিওকে কেন্দ্র করে। ফ্লোরিডায় গত সোমবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। পরে উদযাপনের এক পর্যায়ে ফ্রান্সের ফুটবলারদের নিয়ে ‘বর্ণবাদী ও বৈষম্যমূলক মন্তব্য’ করে গান গাওয়া শুরু করেন আর্জেন্টাইন ফুটবলাররা।
যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। সেখানে দেখা যায়, ফ্রান্স দলের আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলারদের দিকে বাজে ইঙ্গিত করে গান গাইছেন আর্জেন্টাইন ফুটবলাররা। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসে তারা ফ্রান্সের পাসপোর্ট নিচ্ছে, এরকম ছিল গানের কথা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে ফুটবল বিশ্বে চলছে তোলপাড়। তদন্ত শুরু করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা ও এনসোর ক্লাব চেলসি।
ফ্রান্সের দলেরই সাবেক ফুটবলার লরিস। তার নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপ জিতেছিল ফরাসিরা। আর্জেন্টিনার খেলোয়াড়দের এমন কাণ্ড দেখে রীতিমতো অবাক এই গোলরক্ষক। তবে এর থেকে বিশ্ব চ্যাম্পিয়নরা শিক্ষা নেবে বলে আশাবাদী তিনি।
“একটি গুরুত্বপূর্ণ ট্রফি জিতেছেন বলে আপনি উচ্ছ্বাসের মুহূর্তে আছেন, এটা বিবেচ্য নয়। যখন বিজয়ী হবেন, আপনার কাছে থেকে আরও বেশি দায়িত্ব প্রত্যাশিত। ফুটবলে আপনি এ ধরনের ঘটনা শুনতে বা দেখতে চাইবেন না। আমরা সবাই বৈষম্য ও বর্ণবাদের বিরুদ্ধে।”
“আমি শুধু ভাবি এবং আশা করি এটি একটি ভুল ছিল। আমরা সবাই মাঝেমধ্যে কখনও ভুল করি এবং আশা করি তারা (আর্জেন্টিনা) এটি থেকে শিখবে।”
টানা দুইবার লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট ঘরে তুলেছে আর্জেন্টিনা। সব মিলিয়ে কোপা আমেরিকার রেকর্ড ১৬টি শিরোপা এখন তাদের। ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়েই ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটায় আর্জেন্টিনা।
ফুটবল বিশ্বের আয়না হয়ে ওঠা আর্জেন্টিনার কাছ থেকে এমন বর্ণবাদী আচরণ কাম্য নয় বলে মনে করেন লরিস। তার মতে, তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।
“তারা (আর্জেন্টিনা) এখন দক্ষিণ আমেরিকায় ও বিশ্বে ফুটবলের প্রতিচ্ছবি। গত চার-পাঁচ বছর ধরে তারা মাঠে যা করেছে তার জন্য অনেক কৃতিত্ব তাদের প্রাপ্য। কিন্তু আপনি যখন জিতবেন, আপনি তখন অন্যদের জন্য উদাহরণ, বিশেষ করে শিশুদের জন্য।”
“এটা ফরাসি জনগণের বিরুদ্ধে পুরোপুরি আক্রমণ ছিল, বিশেষত ফরাসি মানুষদের উদ্দেশে যাদের আফ্রিকায় শেকড় এবং পরিবার রয়েছে।”