ফিফা ক্লাব বিশ্বকাপ
গত বিশ্বকাপের চেয়েও এবারের ক্লাব বিশ্বকাপে দ্বিগুণের বেশি প্রাইজ মানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
Published : 06 Mar 2025, 04:40 PM
পুরুষ ও নারী গত দুই বিশ্বকাপের চেয়ে এবার ক্লাব বিশ্বকাপে দ্বিগুণেরও বেশি প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। টুর্নামেন্ট থেকে আয় করা কোনো অর্থ না রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা।
চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে এবারের ক্লাব বিশ্বকাপ। ফিফা বুধবার ঘোষণা করেছে, ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টের প্রাইজমানি ১০০ কোটি ডলার।
আসছে ক্লাব বিশ্বকাপের অর্থায়নের কিছু বিষয়ও তুলে ধরেছে ফিফা। সম্প্রতি টুর্নামেন্টের সম্প্রচারক ও প্রধান স্পন্সরের সঙ্গে চুক্তি করার কথা বলেছে তারা।
প্রাইজ মানি ঘোষণার বিবৃতিতে ফিফা জানিয়েছে, আসছে এই টুর্নামেন্ট থেকে ২০০ কোটি ডলার আয় করার আশা করছে তারা। একই সঙ্গে নিশ্চিত করেছে, মেয়েদের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা সব অর্থ বিশ্বজুড়ে ক্লাবগুলোর মাঝে বিতরণ করা হবে।
“ফিফা ক্লাব বিশ্বকাপ কেবল ক্লাব ফুটবলের চূড়াই হবে না, বরং এটি সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে, যা ক্লাবগুলোকে এমন বড় মাত্রায় উপকৃত করবে যা অন্য কোনো প্রতিযোগিতা কখনও করেনি।”
“টুর্নামেন্ট থেকে আয় করা সব অর্থ অংশগ্রহণকারী ক্লাব এবং বিশ্বজুড়ে ক্লাবগুলোর মধ্যে বিতরণ করা হবে। কারণ ফিফা এক ডলারও রাখবে না।”
২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজ মানি ছিল ৪৪ কোটি ডলার। আর পরের বছর নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আয়োজিত মেয়েদের বিশ্বকাপের প্রাইজ মানি ছিল ১১ কোটি ডলার।
৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগে এবার ২৬৬ কোটি ডলারের প্রাইজ মানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।