নেশন্স লিগে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচের শুরুর দিকেই অসুস্থ হয়ে পড়েন ৩৬ বছর বয়সী কোচ আদাম সলাই।
Published : 17 Nov 2024, 12:12 PM
খেলার তখন মোটে সাত মিনিট চলছে। হঠাৎ হাঙ্গেরির ডাগআউটে দেখা গেল খানিকটা শোরগোল। অসুস্থ হয়ে পড়লেন সহকারী কোচ আদাম সলাই। অনেকটা খিঁচুনির মতো হলো তার। মাঠে পড়ে গিয়ে ক্রমাগত মাটিতে পা আছড়াতে দেখা গেল তাকে অনিয়ন্ত্রিতভাবে। দ্রুতই তাকে ঘিরে ধরলেন সাপোর্ট স্টাফর সদস্য ও বেঞ্চে থাকা ফুটবলাররা। বন্ধ হয়ে গেল খেলা।
মাঠেই সলাইকে চিকিৎসা দেওয়া হলো কিছুক্ষণ। তারপর তাকে নিয়ে যাওয়া হলো আমস্টারডামের একটি হাসপাতালে। খেলা বন্ধ থাকল ১৩ মিনিট।
ম্যাচের ভাগ্যই অবশ্য অনিশ্চিত হয়ে পড়েছিল তখন। কোচ এভাবে অসুস্থ হয়ে পড়লে খেলা চালিয়ে যাওয়াও কঠিন। তবে নিজেদের মধ্যে আলোচনা করে খেলা শেষ করার সিদ্ধান্ত নেয় হাঙ্গেরি দল।
হাঙ্গেরির ফেডারেশন ম্যাচের পরে বিবৃতিতে জানায়, সলাই এখন স্থিতিশীল আছে এবং জ্ঞানও আছে তার।
ম্যাচের পর নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইক একটি ডাচ টিভিকে বললেন, তারাও কিছুটা ভড়কে গিয়েছিলেন।
“অবশ্যই একটু ধাক্কা খেয়েছিলাম আমরা সবাই। কেউ একজন এভাবে পড়ে আছে, কাঁপছে, এটা তো বেশ ভয় পেয়ে যাওয়ার মতোই ব্যাপার। ভালো ব্যাপার যে, একটা সময়ে এটা পরিষ্কার হয় যে, সে স্থিতিশীল আছে। আশা করি সে এখন ভালো আছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠবে।”
হাঙ্গেরির অধিনায়ক দমিনিক সোবোসলাই লিভারপুলে খেলেন ফন ডাইকের সঙ্গেই। তার কাছ থেকে ডাচ এই ডিফেন্ডার জানতে পেরেছেন যে, এভাবে আগেও আক্রান্ত হয়েছিলেন সলাই।
তার পরও হাঙ্গেরি যেভাবে ম্যাচটা শেষ করেছে, সেটির প্রশংসা করলেন ফন ডাইক।
“খেলা চালিয়ে যাবে কি না, এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদেরকে। তারা যে খেলা চালিয়ে গেছে, এটা দারুণ সাহসের ব্যাপার। এজন্য তাদের প্রতি আমার শ্রদ্ধা অনেক।”
৩৬ বছর বয়সী সলাই গত মাসেই যোগ দিয়েছেন জাতীয় দলের কোচিং স্টাফে। গত বছর তিনি ইতি টেনেছেন ১৭ বছরের খেলোয়াড়ি জীবনের। ক্লাব ক্যারিয়ারে জার্মান ফুটবলে চারশর বেশি ম্যাচ খেলা ফরোয়ার্ড হাঙ্গেরি জাতীয় দলে খেলেছেন ৮৬ ম্যাচ।
এই ম্যাচে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।