ইংলিশ ফুটবল
মিশরীয় তারকাকে আধুনিক যুগের সেরা স্ট্রাইকার মনে করেন সাবেক লিভারপুল কোচ ক্লপ।
Published : 14 Jan 2025, 10:01 PM
আগামী মৌসুমে মোহামেদ সালাহ লিভারপুলেই থাকবেন নাকি চলে যাবেন অন্য কোথাও, প্রশ্নের উত্তর মেলেনি এখনও। তবে দলটির সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের ধারণা, অ্যানফিল্ডেই রয়ে যাবেন মিশরীয় তারকা। তাকে আধুনিক যুগের সেরা স্ট্রাইকার হিসেবে বর্ণনা করেছেন ক্লপ।
আগামী ৩০ জুন লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সালাহর। লম্বা সময় ধরে অ্যানফিল্ডে থাকা ৩২ বছর বয়সী তারকাকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি ক্লাব। এতে হতাশার কথা প্রকাশ্যেই বলেছেন দারুণ ছন্দে থাকা সালাহ। জানুয়ারির শুরুতে তিনি বলেছিলেন, তার নতুন চুক্তির সম্ভাবনা ‘অনেক দূরের’ বিষয়।
বর্তমানে রেড বুলের গ্লোবাল ফুটবল প্রধানের দায়িত্বে থাকা ক্লপ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, লিভারপুলে সালাহর নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী তিনি।
“আমি আশা করি, সে থাকবে। আধুনিক সময়ে লিভারপুলের সবচেয়ে বড় স্ট্রাইকার সে। অবশ্যই আরও অনেক ভালো স্ট্রাইকার ছিল। কিন্তু একসঙ্গে দারুণ খেলোয়াড়, চমৎকার মানুষ, অসাধারণ ক্রীড়াবিদ, তার দেশের (মিশর) সেরা বিজ্ঞাপন সে। সব বিভাগেই অসাধারণ, তাই আমি আশা করি, সে লিভারপুলেই থাকবে।”
ক্লপ দায়িত্বে থাকার সময়েই ২০১৭ সালের জুনে রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। ইংলিশ ফুটবলে নিজেকে মেলে ধরতে বেশি সময় লাগেনি তার। প্রথম মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে গোল করেন তিনি ৪৪টি।
লিভারপুলে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপসহ আরও বেশ কিছু শিরোপা জিতেছেন এই যুগল।
এখন পর্যন্ত লিভারপুলের জার্সিতে ৩৭৭ ম্যাচে ২৪১ গোল করে দলটির চতুর্থ সর্বোচ্চ স্কোরার সালাহ।
২০২৩-২৪ মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়েন ক্লপ। গত অক্টোবরে এই জার্মানকে ‘গ্লোবাল সকার প্রধান’ হিসেবে নিয়োগ দেয় রেড বুল।
এনার্জি ড্রিংকস কোম্পানি রেড বুল বিশ্বের বেশ কয়েকটি ফুটবল ক্লাবের মালিক। জার্মানির বুন্ডেসলিগার আরবি লাইপজিগ, অস্ট্রিয়ার রেড বুল সালসবুর্ক, মেজর লিগ সকারের নিউ ইয়র্ক রেড বুলস, ব্রাজিলের রেড বুল ব্রাগানচিনো এই কোম্পানির মালিকানাধীন।