স্প্যানিশ ফুটবল
আরও কয়েক বছর শীর্ষ স্তরের ফুটবলে খেলতে চান পোলিশ তারকা।
Published : 31 Mar 2025, 07:56 AM
বার্সেলোনার জার্সিতে নিজের সেরা মৌসুম কাটাচ্ছেন রবের্ত লেভানদোভস্কি। ম্যাচের পর ম্যাচ গোল করেই চলেছেন তিনি। এরপরও মাঝেমধ্যেই বয়স নিয়ে কথা শুনতে হয় তাকে। সমালোচকদের পাল্টা তীর ছুড়ে পোলিশ তারকা বলছেন, ৩৬ বছর বয়সেও শারীরিকভাবে খুব ভালো বোধ করছেন তিনি।
লা লিগায় রোববার লেভানদোভস্কির জোড়া গোলে জিরোনাকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করে বার্সেলোনা।
এই মৌসুমে ২৮ ম্যাচে ২৫ গোল করে স্পেনের শীর্ষ লিগের সর্বোচ্চ স্কোরার তিনিই। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে বার্সেলোনার হয়ে ৪২ ম্যাচে তার গোল ৩৮টি।
বায়ার্ন মিউনিখ থেকে ২০২২ সালে বার্সেলোনায় যোগ দিয়ে প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৬ ম্যাচে গোল করেন ৩৩টি। পরের মৌসুমে ৪৯ ম্যাচে করেন ২৬ গোল। এবার প্রতিপক্ষের গোলমুখে আরও বেশি কার্যকর তিনি, ৪০ গোলের সীমানা ছাড়িয়ে যাওয়া স্রেফ সময়ের ব্যাপার।
বায়ার্নের হয়ে টানা সাত মৌসুমে ৪০ গোলের মাইলফলক ছোঁয়া লেভানদোভস্কি জিরোনা ম্যাচের পর বললেন, বয়স নয়, পরিসংখ্যানই তার হয়ে কথা বলে।
“অনেকেই আমার বয়স নিয়ে কথা বলছে, কিন্তু আমি জানি, বরাবরের মতোই আমি কঠোর পরিশ্রম করছি। আরও কয়েক বছর শীর্ষ স্তরে খেলতে চাই। আমি শারীরিকভাবে খুব ভালো বোধ করছি। আমার পরিসংখ্যানের দিক থেকে কয়েক বছর আগের ও এখনকার মধ্যে কোনো পার্থক্য নেই।”
“একজন স্ট্রাইকার হিসেবে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক বেশি আত্মবিশ্বাসী থাকা। আমি যদি বক্সে বা এর কাছাকাছি থাকি, তাহলে জানি যে বল যদি আমার কাছে আসে, তাহলে গোল করব।”