ইংলিশ ফুটবল
Published : 01 Apr 2025, 03:18 PM
ব্রুনো ফের্নান্দেসের ভবিষ্যৎ ঘিরে হঠাৎ করেই শুরু হয়েছে গুঞ্জন। তার প্রতি রেয়াল মাদ্রিদের আগ্রহ নিয়ে সংবাদ মাধ্যমে খবর আসছে। তবে অধিনায়ককে কিছুতেই ছাড়তে চান না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন আমুরি। সাফ জানিয়ে দিলেন, কোথাও যেতে পারবে না এই পর্তুগিজ মিডফিল্ডার।
ব্যর্থতায় ভরা মৌসুমে যে কয়েকজনকে ঘিরে আশার আলো দেখছে ইউনাইটেড, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফের্নান্দেস। গত অগাস্টে ক্লাবের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো ৩০ বছর বয়সী ফুটবলার চলতি মৌসুমে দলের সেরা পারফরমার।
এই সপ্তাহান্তে হঠাৎ তাকে ঘিরে ওই গুঞ্জন শুরু হয়। ঘটনার কোনো সত্যতা আছে কি-না, সে বিষয়ে কিছু না বলে আমুরি স্পষ্ট করে জানান। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মঙ্গলবারের লিগ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, অধিনায়ককে কিছুতেই ছাড়া হবে না।
“না, এমন কিছু কোনোভাবেই হবে না।”
তার দিকে পাল্টা প্রশ্ন ছুটে যায়, তিনি এতটা নিশ্চিত কিভাবে হচ্ছেন? উত্তরে আমুরি বলেন, “সে কোথাও যাচ্ছে না, কারণ আমি ইতোমধ্যে তাকে বলে দিয়েছি।”
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে ১৬টি গোল করেছেন ফের্নান্দেস। দলটির কেউ দুই অঙ্কই ছুঁতে পারেনি। সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগের সপ্তাহে, ইউরোপা লিগে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিকসহ পাঁচটি গোল করেন ফের্নান্দেস।
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে মোট ৩১টি গোলের সঙ্গে জড়িয়ে ফের্নান্দেসের নাম। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে এই তালিকায় তার ওপরে আছেন কেবল মোহামেদ সালাহ ও আর্লিং হলান্ড।
হতাশায় ভরা মৌসুমে ২৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৩ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। একমাত্র ইউরোপা লিগ জয় ছাড়া আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগ পাওয়ার জোরাল সম্ভাবনা নেই আমুরির দলের।