নিহত জামাল হাওলাদার ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। সংঘর্ষে জড়িতরা সবাই বিএনপির সমর্থক।
Published : 01 Apr 2025, 11:43 PM
ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামে এ ঘটনা ঘটে বলে ভোলা সদর মডেল থানার ওসি পারভেজ হাসনাইন জানান।
নিহত জামাল হাওলাদার (৫৫) ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। সংঘর্ষে জড়িতরা সবাই বিএনপির সমর্থক।
স্থানীয়রা জানান, জমি নিয়ে স্থানীয় ইব্রাহিম ও আলমের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে সালিশ বৈঠকে যান বিএনপি নেতা জামাল।
সালিশে উভয় পক্ষের তর্ক-বিতর্ক এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সে সময় হামলায় জামালসহ আটজন আহত হন। তাদের মধ্যে জামালকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।
ওসি পারভেজ হাসনাইন বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কয়েকজনকে আটক করেছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনায় রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।