চ্যাম্পিয়ন্স লিগ
Published : 24 Oct 2024, 04:57 PM
বার্সেলোনার জন্য বায়ার্ন মিউনিখ যেন হয়ে উঠেছিল অজেয় প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগে প্রায় সাড়ে ৯ বছর ধরে তাদের বিপক্ষে জিততে পারছিল না কাতালান ক্লাবটি। এবার ব্যর্থতার বলয় ভেঙে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়কে সমর্থকদের জন্য প্রতিশোধ হিসেবে দেখছেন জয়ের নায়ক রাফিনিয়া।
অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে বায়ার্নের বিপক্ষে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের স্বাদ পায় তারা।
জার্মান জায়ান্টদের বিপক্ষে বার্সেলোনার সবশেষ জয়টি ছিল ২০১৫ সালের মে মাসে, কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে। প্রতিযোগিতাটিতে সব মিলিয়ে বায়ার্নের বিপক্ষে ১৪ ম্যাচে বার্সেলোনার তৃতীয় জয় এটি, হার ১০টি, বাকি একটি ড্র।
বার্সেলোনার জার্সিতে এটি ছিল রাফিনিয়ার শততম ম্যাচ। দারুণ উপলক্ষটি রাঙান তিনি ইউরোপ সেরার মঞ্চে নিজের প্রথম হ্যাটট্রিকে। দলটির হয়ে অন্য গোলটি করেন রবের্ত লেভানদোভস্কি।
বায়ার্নের বিপক্ষে গত ৬ হারের দুটিতে বার্সেলোনা দলের অংশ ছিলেন রাফিনিয়া। ২০২০ সালে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার সময় কাতালান ক্লাবটিতে ছিলেন না তিনি। তবে সমর্থক হিসেবে ওই হারের বেদনায় পুড়েছিলেন এই ফরোয়ার্ড।
রাফিনিয়া ম্যাচ শেষে বলেছেন, বায়ার্নকে হারিয়ে বার্সেলোনার সমর্থকদের জন্য প্রতিশোধ নিতে পেরে খুশি তারা। তবে দলের এমন কোনো মনোভাব নেই বলেও পরিষ্কার করে দিয়েছেন তিনি।
“আমি মনে করি, এই জয় সমর্থকদের জন্য প্রতিশোধ ছিল। আমরা খেলোয়াড়রা অতীতের দিকে তাকাই না। আমরা পরের ম্যাচে মনোযোগ দেই। তবে ভক্ত হিসেবে আমিও ওই ম্যাচগুলোর হারে কষ্ট পেয়েছি।”
“ক্লাবের হয়ে আমার শততম ম্যাচে হ্যাটট্রিক করাটা ছিল অসাধারণ ব্যাপার, বিশেষ রাত। আমরা যে পারফরম্যান্স করেছি এবং যেভাবে খেলেছি, তাতে আমি খুব খুশি। দল হিসেবে আমরা সত্যিই ভালো খেলেছি এবং এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল।”
তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নতুন ঘরানার চ্যাম্পিয়ন্স লিগে এখন ১০ নম্বরে বার্সেলোনা। টানা দ্বিতীয় হারে ৩ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে আছে বায়ার্ন।