শেখ কামাল যুব গেমসের দাবা ডিসিপ্লিনে সেরা হয়েছেন এই দুই দাবাড়ু।
Published : 26 Feb 2023, 07:35 PM
আর্মি স্টেডিয়াম পরিণত হলো আটটি বিভাগ থেকে আসা অ্যাথলেটদের মিলনমেলায়। জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে চূড়ান্ত পর্বে উঠে আসা চার হাজার অ্যাথলেটের কলরবে মুখরিত হয়ে উঠল চারধার। আগামী প্রজন্মের মনন ও মেধার বিকাশে তাদের মধ্যে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানিয়ে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয় আসরের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৪টি ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের সঙ্গে গেমসের মাসকট বাবুই পাখি পুরো মাঠ প্রদর্শন করে। অ্যাথলেটদের শপথ বাক্য পাঠ করান ১৪বারের দ্রততম মানবী স্প্রিন্টার শিরিন আক্তার। মশাল প্রজ্জ্বলন করেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটারে সোনা জয়ী ইমরানুর রহমান ও এসএ গেমসের সোনাজয়ী কারাতেকা মারজান আক্তার প্রিয়া।
সবাইকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা আশাবাদ জানান, এই উঠতি অ্যাথলেটরাই একদিন গড়বে স্মার্ট বাংলাদেশ।
“আশা করি শুধু দেশেই নয়, আগামী দিনে এই তরুণ-তরুণীরা দেশের বাইরের প্রতিযোগিতাতেও অংশ নিবে। আগামী দিনের শিশু-কিশোরদের অনুপ্রাণিত করবে। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। আমাদের ছেলে-মেয়েরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে, দেশ-বিদেশের প্রতিযোগিতায় অংশ নেবে, সেটা আমি চাই।”
রোববার উদ্বোধন হলেও কিছু ইভেন্টের খেলা শুরু হয় আগের দিন। বয়সভিক্তিক পর্যায়ে প্রায়ই সাফল্যের দেখা পাওয়া মনন রেজা নীড় যুব গেমসেও দাবা ডিসিপ্লিনে উদ্বোধনী দিনে জিতলেন সেরার মুকুট। মেয়েদের বিভাগে সেরা হন নুসরাত জাহান আলো।
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে রোববার উদ্বোধনী দিনে ব্লিটজ দাবায় সোনা জিতেন ঢাকা বিভাগের হয়ে খেলা মনন। অনূর্ধ্ব-১৭ বছর বয়সীদের নিয়ে হওয়া এই আসরে মেয়েদের বিভাগে সেরা হন নুসরাত জাহান। আগের দিন র্যাপিড দাবাতেও সেরা হয়েছিলেন মনন।
২০২২ সালে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে রুপা জয়ী মনন কলকাতায় হওয়া টেলিগ্রাফ দাবায় রানার্সআপ হন। এর আগে ২০১৮ সালে কমনওয়েলথ দাবায় সোনা ও ২০১৭ সালে রুপা জিতেন তিনি। শ্রীলঙ্কায় ওয়েস্ট এশিয়ান দাবায় দুটি সোনা ও একটি রুপাও জিতেন তিনি। সাফল্যের সেই ধারা যুব গেমসেও ধরে রাখলেন মনন।
ফুটবলে চূড়ান্ত সেমি-ফাইনাল লাইনআপ
উদ্বোধনী দিনে চূড়ান্ত হয়েছে সেমি-ফাইনালের লাইনআপ। প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে রংপুর ও খুলনা বিভাগ। অন্যটিতে খেলবে সিলেট ও রাজশাহী বিভাগ। আগামী মঙ্গলবার দুটি সেমি-ফাইনাল মাঠে গড়াবে।
পল্টন আউটার স্টেডিয়ামে ছেলেদের বিভাগে রংপুর ২-১ গোলে হারায় ঢাকাকে। সিলেট টাইব্রেকারে ৫-৩ গোলে হারায় ময়মনসিংহকে; নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ছিল। আরেক ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতার পর
টাইব্রেকারে খুলনা ৫-৪ গোলে হারায় চট্টগ্রামকে। দিনের চতুর্থ ম্যাচে রাজশাহী ২-০ গোলে হারায় বরিশালকে।
মেয়েদের ম্যাচগুলো হয়েছে বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে। প্রথম ম্যাচে ঢাকা ৩-০ গোলে হারায় খুলনাকে। রংপুর ১৩-০ গোলে উড়িয়ে দেয় সিলেটকে। জয়ী দলের কল্পনা ৪টি, রিভানা ৫টি ,শান্তি ২টি এবং স্বপ্না ও মরিয়ম ১টি করে গোল করেন।
হকির সেমিতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও ঢাকা
মেয়েদের বিভাগের সেমি-ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে রাজশাহী ও ময়মনসিংহের মধ্যকার ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। পরে শুট আউটে ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় রাজশাহী।
খুলনা ও রংপুর বিভাগের ম্যাচটি ৪-৪ গোলে ড্রয়ের পর শুটআউটে ৫-৪ গোলে জিতে খুলনা। অন্য ম্যাচে চট্টগ্রাম ৮-০ গোলে বরিশালকে এবং ঢাকা ৮-১ গোলে সিলেটকে হারায়।
২৮ ফেব্রুয়ারি দুটি সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমি-ফাইনালে চট্টগ্রাম খেলবে রাজশাহীর বিপক্ষে। অন্য সেমি-ফাইনালে মুখোমুখি হবে ঢাকা-খুলনা।
হ্যান্ডবলে বড় জয় রাজশাহীর
পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে মেয়েদের বিভাগে ঢাকা ১৭-১ গোলে চট্টগ্রামকে, রাজশাহী ৩৪-১ গোলে বরিশালকে এবং রংপুর বিভাগ ২৮-২ গোলে ময়মনসিংহকে হারিয়েছে।
ভলিবলে জয় খুলনা, রংপুরের জয়
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ছেলেদের বিভাগে খুলনা ২৫-১৩, ২৫-১৮ পয়েন্টে (২-০ সেট) রাজশাহী বিভাগকে, রংপুর ২৫-১৬, ২৫-১৪ পয়েন্টে (২-০ সেট) বরিশাল বিভাগকে এবং ঢাকা ২৫-১২, ২৫-১৮ পয়েন্টে (২-০ সেট) চট্টগ্রাম বিভাগকে হারিয়েছে।
মেয়েদের বিভাগে জিতেছে বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ। বরিশাল ২৫-১৩, ২৫-০৯ পয়েন্টে (২-০ সেট) ময়মনসিংহ বিভাগকে, রাজশাহী ২৫-০৯, ২৫-২০ পয়েন্টে (২-০ সেট) ঢাকাকে এবং চট্টগ্রাম ২৫-১১, ২৫-২২ পয়েন্টে (২-০ সেট) খুলনা বিভাগকে হারিয়েছে।