বিশ্বকাপ বাছাই
দরিভাল জুনিয়রের বিশ্বাস, শক্তিশালী দুই দলের বিপক্ষেও উন্নতির ধারা ধরে রাখবে ব্রাজিল।
Published : 20 Mar 2025, 08:47 AM
দরিভাল জুনিয়রের কোচিংয়ে এখনও পায়ের নিচে মাটি খুঁজছে ব্রাজিল। পালাবাদলের মধ্য দিয়ে যাওয়া দলটির সামনে এবার গত কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট কলম্বিয়া ও আর্জেন্টিনা। প্রতিপক্ষের শক্তি-সামর্থ্য নিয়ে সমীহ করলেও কোচ দরিভাল জুনিয়রের দৃঢ় বিশ্বাস, বাছাইপর্বের এই দুই ম্যাচে উন্নতির ধারা বজায় রাখবে তার দল।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর পাঁচদিন পর তারা খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাজিল কোচ দরিভাল বললেন, আসন্ন চ্যালেঞ্জে দারুণ কিছু করতে উন্মুখ তার দল।
“আশা করি, আমরা উন্নতির ধারা ধরে রাখব। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় দল আত্মবিশ্বাস অর্জন করতে শুরু করেছে। দুটি অসাধারণ প্রতিপক্ষের বিপক্ষে এই মুহূর্তে বিশেষ সতর্কতা দরকার।”
আপাতত কলম্বিয়া ম্যাচ নিয়ে বেশি ভাবছেন ৬২ বছর বয়সী কোচ। গত কোপা আমেরিকার রানার্সআপ দলটির বিপক্ষে ঘরের মাঠেও যে কঠিন লড়াইয়ে পড়তে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই তার।
“তারা ঐতিহ্যবাহী একটি দল, যারা খুবই ধারাবাহিক। কলম্বিয়া জাতীয় দল উন্নতির পথে আছে। রোমাঞ্চকর কিছু খেলোয়াড় আছে তাদের, যারা ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে খেলে।”
“ভক্তদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। আমি নিশ্চিত তাদের উপস্থিতিতে মানে গারিঞ্চার গ্যালারি পূর্ণ থাকবে। আমরা শক্তিশারী একটি দলের বিপক্ষে দারুণ এক প্রদর্শনী মেলে ধরব, দারুণ এক ম্যাচ খেলব। কোনো সন্দেহ নেই, ব্রাজিল দল ভালো একটা ম্যাচ খেলবে।”