বিশ্বকাপ বাছাই
বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ পাঁচ ম্যাচে এটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের চতুর্থ হার।
Published : 11 Sep 2024, 08:31 AM
ম্যাচের আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলতে চান তিনি। তবে মাঠের বিবর্ণ ফুটবলে ওই আসরে খেলার পথই কঠিন হয়ে যাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া দলটিকে হারিয়ে বাছাইপর্ব আরও জমিয়ে দিয়েছে প্যারাগুয়ে।
বাংলাদেশ সময় বুধবার সকালে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। বাছাইয়ে সবশেষ পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ হার।
একটু ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে বল দখলে অনেক এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণে ছিল না তেমন ধার। ম্যাচে ৭১ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ৯ শট নিয়ে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। এর বিপরীতে প্যারাগুয়ের ৭ শটের দুটি ছিল লক্ষ্যে।
তিন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো ও এন্দ্রিকের খেলায় ছিল না তেমন কোনো সমন্বয়।
সফরকারীদের সহজেই সামাল দেওয়া প্যারাগুয়ে এগিয়ে যায় ২০তম মিনিটে। হেডে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো বিপদ বাড়ান গাব্রিয়েল মাগালিয়াইস। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন দিয়েগো গোমেস।
পাঁচ মিনিট পর দারুণ পাল্টা আক্রমণে সমতা প্রায় ফিরিয়ে ফেলেছিল ব্রাজিল। ভিনিসিউসের কাটব্যাকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে দূরের পোস্টে শট নেন গিলিয়াহমে আরানা। কিছুই করার ছিল না গোলরক্ষকের। কিন্তু গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ডিফেন্ডার ওমার আলদেরেতে।
প্রথমার্ধে কেবল এই শটই লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে শুরুতেই সুযোগ আসে রদ্রিগোর সামনে। মার্কিনিয়োসের থ্রু বল ধরে ডি বক্সে ঢুকে পড়েন তরুণ মিডফিল্ডার। একুয়েডরের বিপক্ষে আগের ম্যাচে ব্রাজিলের জয়ের নায়ক এবার পেনাল্টি স্পটের কাছ থেকে মারেন ক্রসবারের অনেক উপর দিয়ে।
৪৯তম মিনিটে ডি বক্সের মাথা থেকে ইসিদ্রো পিতার হেড বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে। ১০ মিনিট পর গোমেসের শট প্রতিহত হয় ব্রাজিলের রক্ষণে।
৬৬তম মিনিটে বিপদ দেখে ডি বক্সের বাইরে বল ক্লিয়ার করেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। সাত মিনিট পর ডি বক্সের বাইরে থেকে ভিনিসিউসের দারুণ বাঁকানো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে ব্যবধান ধরে রাখেন প্যারাগুয়ে গোলরক্ষক।
ম্যাচের অন্তিম সময়ে শেষ একটা সুযোগ পেয়েছিল ব্রাজিল। ডি বক্সের বাইরে থেকে অনেক উপর দিয়ে বাইরে মেরে দলকে হতাশ করেন গেরসন। হতাশায় নুয়ে পড়ে সফরকারীরা। ২০০৮ সালের পর তাদের বিপক্ষে প্রথম জয়ের উচ্ছ্বাসে মাতে প্যারাগুয়ে।
আট ম্যাচে তৃতীয় এই হারের পর ১০ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ব্রাজিল। গোল পার্থক্যে তাদের চেয়ে পিছিয়ে ছয়ে আছে ভেনেজুয়েলা।
৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প্যারাগুয়ে।
১৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্জেন্টিনা। তাদের হারিয়ে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া (১৬)। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে টানা দুটি ড্র করা উরুগুয়ে। ১১ পয়েন্ট নিয়ে চারে একুয়েডর।