কোপা আমেরিকা
Published : 10 Jul 2024, 01:15 PM
ব্রাজিলের বিপক্ষে পাওয়া চোটে কোপা আমেরিকা শেষ হয়ে গেল রোনাল্দ আরাউহোর। চলতি টুর্নামেন্টের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না উরুগুয়ের ডিফেন্ডার।
উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিক বিবৃতিতে বুধবার আরাউহোর চোটের সবশেষ খবর জানিয়েছে।
কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ সময় গত রোববার সকালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারের টিকেট পায় উরুগুয়ে। ওই ম্যাচের প্রথমার্ধেই পায়ের চোটে মাঠ ছেড়ে যান আরাউহো।
বিবৃতিতে জানা গেছে, মূলত পেশিতে আঘাত পেয়েছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। তাই কলম্বিয়ার বিপক্ষে সেমি-ফাইনাল এবং এর পরের ম্যাচটি আর খেলতে পারবেন না তিনি।
আরাউহোর চোট কাটিয়ে মাঠে ফিরতে কত দিন লাগবে সেই ব্যাপারে কিছু জানায়নি উরুগুয়ে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, প্রায় দুই মাসের মতো লেগে যেতে পারে তার।
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে।