স্পেশাল অলিম্পিকস
ইউক্রেইনকে হারিয়ে এই ইভেন্টে সেরা হয়েছে বাংলাদেশের মেয়েরা।
Published : 15 Mar 2025, 04:43 PM
সাফল্যের হাসিতে স্পেশাল অলিম্পিকস উইন্টার গেমসের ফ্লোরবল শেষ করল বাংলাদেশের মেয়েরা। ইউক্রেনকে হারিয়ে এই ইভেন্টের সোনা জিতেছেন স্বর্ণা-ফাতেমারা।
ইতালির তুরিনের প্রতিযোগিতায় শনিবার মেয়েদের ফ্লোরবল ইভেন্টের ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারায় বাংলাদেশ।
ফাইনালে বাংলাদেশের চার গোলদাতা স্বর্ণা আক্তার, ফাতেমা আক্তার, ফাবিয়া খাতুন ও তামাল্লিন।
বাংলাদেশ ফ্লোরবল দলে খেলছেন, ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।