ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
এখনই অবসর নিয়ে ভাবছেন না ক্রোয়েশিয়ার এই তারকা মিডফিল্ডার।
Published : 25 Jun 2024, 03:09 PM
বয়স হয়ে গেছে ৩৮। এই বয়সে এসে বেশিরভাগই তুলে রাখেন বুটজোড়া। তবে লুকা মদ্রিচ থাকতে চান ব্যতিক্রমীদের দলে। পারলে তো আজীবনই খেলে যেতে তিনি। সেটা তো আর সম্ভব নয়, আপাতত আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানালেন ক্রোয়েশিয়ার এই তারকা মিডফিল্ডার।
এবারের ইউরো একদমই ভালো কাটছে না ক্রোয়েশিয়ার। স্পেনের বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে শুরু করা আসরে আলবেনিয়ার বিপক্ষে ২-২ ড্র করে দলটি। শেষ ষোলোর টিকেট নিশ্চিত করতে ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জিততেই হতো তাদের। কিন্তু সেটা পারেনি তারা। একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটি।
ম্যাচটিতে পেনাল্টি মিস করার এক মিনিট পরই দারুণ এক গোলে ক্রোয়েশিয়াকে এগিয়ে নেন মদ্রিচ। গড়েন ইউরোতে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ডও। কিন্তু শেষ পর্যন্ত তার দল পারেনি জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে।
তিন ম্যাচের তিনটিই জিতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নক আউট রাউন্ডে উঠেছে স্পেন। গ্রুপ রানার্স আপ হয়ে শেষ ষোলোয় জায়গা করে নেওয়া ইতালির অর্জন ৪ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট ২।
ক্রোয়াটদের অবশ্য এখনও সামান্য সুযোগ আছে পরের ধাপে যাওয়ার। ছয় গ্রুপ থেকে তৃতীয় স্থানে থাকা চারটি সেরা দল পাবে শেষ ষোলোর টিকেট।
ইতালি ম্যাচ শেষে সোমবার মদ্রিচকে তার অবসর ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। এখনও সেসব নিয়ে না ভাবার কথা বলেন ২০১৮ সালের ব্যালন দ’র জয়ী।
“আমি আজীবন খেলা চালিয়ে যেতে চাই কিন্তু সম্ভবত এমন একটা সময় আসবে যখন আমাকে বুটজোড়া তুলে রাখতে হবে। আমি খেলা চালিয়ে যাব, তবে আমি জানি না কতদিন খেলব।”
এরপর ইতালি ম্যাচ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন মদ্রিচ। রেয়াল মাদ্রিদের এই তারকার মতে, ফুটবল তাদের প্রতি নির্দয় আচরণ করেছে।
“খুবই চাপের ম্যাচ ছিল। আমরা শেষ পর্যন্ত ঠিকভাবে লড়াই করেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ রাতে ফুটবল আমাদের প্রতি নির্দয় ছিল। এটা সর্বোচ্চ নিষ্ঠুরতা ছিল, কিন্তু আমাদের শেষ ম্যাচেও (আলবেনিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র) আমরা শেষ দিকে গোল খেয়েছিলাম। তবে এটা ফুটবলেরই অবিচ্ছেদ্য অংশ। প্রায়ই এটা আপনাকে প্রচুর হাসায়, আবার অন্য দিন এটা আপনাকে আজকের মতো খুব দুঃখ দেয়…।”
“যখন আপনি এভাবে হেরে যান, তখন আপনার অনুভূতি বর্ণনা করার জন্য শব্দ খুঁজে পাওয়া কঠিন। অবশ্যই আমাদের ঘুরে দাঁড়াতে হবে। কিন্তু ব্যাপারটা এরকমই। আমি আগেও বলেছি, সম্ভবত এটা অন্যায্য কারণ আমরা প্রথম বাঁশি বাজানো থেকে শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার হয়ে লড়াই করেছি, আর ফলাফল তো যা হওয়ার হয়েছেই।”
ইতালি-ক্রোয়েশিয়া ম্যাচে নির্ধারিত সময় শেষে আরও ৮ মিনিট দেওয়া হয়। যোগ করা সময়ের শেষ মিনিটে মাত্তিয়া জাকাগনির গোলে সমতা ফেরায় ইতালি। ক্রোয়াটদের কোচ জ্লাতকো দালিচ বলেন, তেমন সময় নষ্ট না হওয়া ম্যাচে এত বেশি বাড়তি সময় দেওয়া উচিত হয়নি।
“খেলায় খুব বেশি বিরতি বা ফাউল ছিল না। কিন্তু ৯৮তম মিনিটে আপনি এমন গোল হজম করতে পারেন না। পরাজয় ফুটবলের অবিচ্ছেদ্য অংশ। এই খেলার ধরনই এমন।”