ইংলিশ ফুটবল
টানা ব্যর্থতার জেরে শিরোপার দৌড়ে নিজেদের কোনো সম্ভাবনাই দেখছেন না পর্তুগিজ মিডফিল্ডার।
Published : 03 Jan 2025, 03:34 PM
প্রিমিয়ার লিগে নিজেদের আধিপত্য এবার যে চূর্ণ হতে বসেছে, তা আগেই বুঝতে পেরেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। কঠিন বাস্তবতা অনুভব করে কোচের সঙ্গে এবার সূর মেলালেন দলটির তারকা মিডফিল্ডার বের্নার্দো সিলভা। টানা ব্যর্থতার জেরে শিরোপার দৌড়ে নিজেদের কোনো সম্ভাবনাই দেখছেন না তিনি।
গুয়ার্দিওলার কোচিংয়ে ক্লাব ফুটবলের পরাশক্তি হয়ে ওঠা সিটি গত মৌসুমে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা ঘরে তোলে। ২০২২-২৩ মৌসুমে ট্রেবল জয় করে তারা। সেই দলই এবার ভুগছে প্রবলভাবে, সব প্রতিযোগিতায়।
লিগে গত ১০ ম্যাচের মাত্র দুটিতে জেতা দলটি ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে; শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে। আর্না স্লটের দল আবার একটি ম্যাচ কমও খেলেছে।
দলটির এভাবে কক্ষচ্যুত হওয়ার পেছনে বড় একটা কারণ, চোটের ছোবল। এবারের ব্যালন দ’র জয়ী মিডফিল্ডার রদ্রি ছিটকে গেছে পুরো মৌসুমের জন্য। তিনি ছাড়াও দলের গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড় লম্বা সময়ের জন্য বাইরে ছিলেন, কেউ কেউ আছেন এখনও।
আবার আর্লিং হলান্ড ও ফিল ফোডেনদের মতো তারকা খেলোয়াড়ও ছর্মহীনতায়ও ভুগছেন। সবকিছু মিলিয়ে এলোমলো হয়ে পড়েছে সিটির পথচলা। স্কাই স্পোর্টসে বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে সেই বাস্তবতাই মেনে নিলেন পর্তুগিজ মিডফিল্ডার সিলভা।
“এখন সময় হলো বাস্তবতা মেনে নেওয়ার। আমি লিভারপুলের দিকে তাকাচ্ছি না। আমি লিগে (পয়েন্ট তালিকায়) ষষ্ঠ স্থানে আছি, এমন অবস্থায় থেকে আমি লিভারপুল কিংবা আর্সেনালের দিকে তাকাতে পারি না।”
চরম হতাশার মাঝেও কিছুটা আশাবাদ শোনাতে চাইলেন সিলভা। কিন্তু, পরক্ষণেই যেন বাস্তবতা মনে পড়ে গেল তার।
“আমি এখন কেবল পরের ম্যাচে দৃষ্টি দিচ্ছি, সেটা জয়ের চেষ্টা করা ও তিন পয়েন্ট পাওয়ার কথা ভাবছি…আমি বলব না যে, এটা (আমাদের শিরোপা জয়) অসম্ভব, কারণ ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। তবে বর্তমানে ম্যানচেস্টার সিটি শিরোপা লড়াইয়ের পুরোপুরি বাইরে, এই বিষয়ে কোনো প্রশ্ন নেই।”
“মানুষ বলে, জানুয়ারিতে কেউ শিরোপা জিততে পারে না, তবে আপনি হারতে পারেন। এই মৌসুমের বাস্তবতা হলো, আমরা হারিয়ে ফেলেছি।”
লিগে পরের ম্যাচে শনিবার ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি।