শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিকস
এবারের আসরে সব মিলিয়ে উঠতি অ্যাথলেটরা সাত ইভেন্টে গড়েছেন রেকর্ড।
Published : 26 May 2024, 07:46 PM
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির শ্রেষ্ঠত্ব দিয়ে শেষ হলো শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস। এবারের আসরে উঠতি অ্যাথলেটরা রেকর্ড গড়েছেন সাত ইভেন্টে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে রোববার প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনে দুটি রেকর্ড গড়েন অ্যাথলেটরা। ৪০০ মিটারে (কিশোরী) বিকেএসপির আজমি খাতুন ৫৮ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন। তিনি ভেঙেছেন রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার চায়না খাতুনের (১ মিনিট) রেকর্ড।
বিকেএসপির তামিম হোসাইন ট্রিপল জাম্পে (কিশোর) ১৪ দশমিক ৫৬ মিটার দূরত্ব অতিক্রম করে ভাঙেন একই সংস্থার মিজবাহ আহমেদের (১৪ দশমিক ৪১ মিটার) রেকর্ড।
শেষ দিনে ৪০০মিটারে (বালক) বিকেএসপির ছানি ইসলাম ছানি ৫৩.০০ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছেন। এই ইভেন্টের বালিকা বিভাগেও একই সংস্থার মিম আক্তার হয়েছেন সেরা; তিনি সময় নিয়েছেন ১ মিনিট ০৩ সেকেন্ড।
৪২টি ইভেন্টের মধ্যে বিকেএসপি ২৬টি সোনা, ১২টি রুপা এবং ৯টি ব্রোঞ্জসহ মোট ৪৭টি পদক নিয়ে সেরা হয়েছে।
৪টি সোনা, ৫টি রুপা এবং ৬টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক নিয়ে ২য় হয়েছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। তৃতীয় হওয়া কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা পেয়েছে ৩টি সোনা, ১টি রুপা এবং ৩টি ব্রোঞ্জসহ মোট ৭ টি পদক।