উয়েফা নেশন্স লিগ
তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে গুরুদায়িত্ব পেলেন মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি।
Published : 09 Oct 2024, 06:14 PM
উয়েফা নেশন্স লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে ফ্রান্স দলের নেতৃত্ব দেবেন অহেলিয়া চুয়ামেনি। কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে এই দায়িত্ব পেলেন তরুণ মিডফিল্ডার।
আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বুধবার এই খবর জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন।
গত মাসে রেয়াল মাদ্রিদের হয়ে ম্যাচ খেলার সময় চোটে পড়ায় ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দুটিতে এমবাপের খেলা নিয়ে শঙ্কা জেগেছিল আগেই। তবে, দ্রুত সময়ের মধ্যে সেরে উঠে চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচে শেষ ৩৫ মিনিট খেলেন তিনি। পরে গত শনিবার লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ফেরেন রেয়ালের শুরুর একাদশে।
কিন্তু জাতীয় দলের হয়ে আসছে দুই ম্যাচে খেলবেন না এমবাপে। এতে দেশের প্রতি তার নিবেদন নিয়েও প্রশ্ন উঠেছে।
তার অনুপস্থিতিতে অধিনায়ক হওয়ার দৌড়ে চুয়ামেনি ছাড়াও ছিলেন ফুল-ব্যাক জুল কুন্দে ও গোলরক্ষক মাইক মিয়াঁ।
বুদাপেস্টে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। এরপর সোমবার তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।
নেশন্স লিগের প্রথম দুই ম্যাচে একটি করে জয়-পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে 'এ' লিগের ২ নম্বর গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।