সাফ চ্যাম্পিয়নশিপ
হোম অর অ্যাওয়ে ভিত্তিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা থেকে ‘আপাতত’ সরে এসেছে কর্তৃপক্ষ।
Published : 11 Mar 2025, 08:41 PM
প্রতিযোগিতার আকর্ষণ বাড়াতে হোম অর অ্যাওয়ে ভিত্তিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা নিয়েছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সেই পরিকল্পনা থেকে ‘আপাতত’ সরে আসছে সংস্থাটি। এ বছরের প্রতিযোগিতা বরাবরের মতো এক শহরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
মূলত সাফের মার্কেটিং প্রতিষ্ঠান স্পোর্টফাইভের চাওয়া ছিল এক দেশে আয়োজেনর প্রথা থেকে বেরিয়ে হোম অর অ্যাওয়ে ভিত্তিতে প্রতিযোগিতাটি আয়োজনের। মঙ্গলবার সাফের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা নেপালে সভায় বসেছিল, সেখানে আগের ফরম্যাটেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেন্ট্রালাইজড ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাফের মিডিয়া ম্যানেজার আয়ুশ খারকা।
“আসন্ন সাফ সেন্ট্রালাইজড ভেন্যুতে করার প্রস্তাব সব সদস্য দেশের প্রতিনিধিরা দিয়েছেন। সভায় শ্রীলঙ্কা এবারের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের ইচ্ছে প্রকাশ করে। বিষয়টি পুরোপুরি মার্কেটিং প্রতিষ্ঠানের ওপর নির্ভর করছে। তবে মার্কেটিং কমিটি তাতে রাজী হবে কী-না, এটা নিয়ে প্রশ্ন আছে। কারণ মার্কেটিংয়ের প্রশ্নে তারা অন্য কোন দেশকেও বেছে নিতে পারে আয়োজক হিসেবে।”
সবশেষ ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর বসেছিল ভারতের বেঙ্গালুরুতে। সেবার অতিথি দল কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।