টেনিস: ইতালিয়ান ওপেন
Published : 19 May 2024, 06:46 PM
সপ্তাহ দুয়েক আগে মাদ্রিদ ওপেনের ফাইনালে মেয়েদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকার লড়াইয়ে রোমাঞ্চ-উত্তেজনার কোনো কমতি ছিল না। এবার তার ছিটেফোঁটাও দেখা গেল না। আরিনা সাবালেঙ্কাকে সরাসরি সেটে উড়িয়ে ইতালিয়ান ওপেনের শিরোপা জিতে নিলেন ইগা শিয়াওতেক।
রোমে শনিবারের ফাইনালে ৬-২, ৬-৩ গেমে জেতেন বিশ্বের এক নম্বর তারকা। ২২ বছর বয়সী শিয়াওতেকের ক্যারিয়ারের ২১তম শিরোপা এটি।
চার বছরের মধ্যে ইতালিয়ান ওপেনে এই পোলিশ তারকার তৃতীয় শিরোপা এটি। এবারের আসরে কোনো সেট হারেননি তিনি।
মাদ্রিদ ওপেনের পর ইতালিয়ান ওপেন, ক্লে কোর্টের পরপর দুটি টুর্নামেন্ট জিতে ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করতে যাচ্ছেন শিয়াওতেক। প্যারিসে ক্লে কোর্টের গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ২৬ মে।