চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রতিপক্ষকে নিয়ে খুব সতর্ক পিএসজি কোচ লুইস এনরিকে।
Published : 15 Mar 2025, 09:06 PM
টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পর পিএসজির সামনে প্রতিপক্ষ আরেক ইংলিশ ক্লাব- অ্যাস্টন ভিলা। উনাই এমেরির দলের বিপক্ষেও লড়াইটা খুব কঠিন হবে বলে মনে করেন পিএসজি কোচ লুইস এনরিকে।
এবারের মৌসুমে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্বে প্রথম পাঁচ ম্যাচে পিএসজির জয় ছিল স্রেফ একটি। তাতে তাদের পরের ধাপে ওঠা পড়েছিল শঙ্কার মুখে, তবে পরের তিন ম্যাচ জিতে তারা জায়গা করে নেয় প্লে-অফে।
সেখানে ব্রেস্তকে দুই লেগ মিলিয়ে ১০-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় ওঠে এনরিকের দল। এই ধাপে লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে দারুণ খেলেও ১-০ গোলে হারের পর অ্যানফিল্ডে একই ব্যবধানে জিতে লড়াই টাইব্রেকারে টেনে নেয় তারা। সেখানে ৪-১ গোলে জিতে পা রাখে শেষ আটে।
এমেরির হাত ধরে গত কয়েক বছরে বদলে যাওয়া ভিলা শেষ ষোলোয় ক্লাব ব্রুজকে দুই লেগ মিলিয়ে হারায় ৬-১ গোলে। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ৯ এপ্রিল প্রথম লেগে পিএসজির মাঠে খেলবে তারা।
পিএসজিকে নিয়ে এমেরির জানাশোনা আছে ভালো করেই। ২০১৬ থেকে দুই বছর দলটির ডাগআউটে থেকে তাদের সাতটি শিরোপা জেতান এই স্প্যানিশ কোচ।
লিগ আঁয় রোববার মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, শেষ আটে ভিলার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের।
“অ্যাস্টন ভিলাকে ভালো করে চিনি আমি। এই মুহূর্তে ইউরোপের সেরা আটটি দলের একটি তারা। উনাইকে (এমেরি) অনেক দিন ধরে চিনি। তারা আমাদের কাজ কঠিন করে তুলবে। সে খুব প্রস্তুত থাকে। সফল একজন ম্যানেজার সে।”