অনূর্ধ্ব ১০-১২ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরামবাগ ফুটবল একাডেমি। ফাইনালে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে তারা।
Published : 09 Nov 2014, 06:38 PM
রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টার্ফে তৃতীয় মিনিটে আরামবাগকে এগিয়ে দেন রহিম। তার গোলটিই শেষ পর্যন্ত আরামবাগকে শিরোপা এনে দিয়েছে।
চ্যাম্পিয়ন আরামবাগ ৩০ হাজার ও রানার্সআপ বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ২০ হাজার টাকা পুরস্কার পেয়েছে।
‘অনূর্ধ্ব ১০-১২ ফুটবল উৎসব’ নামের এই ‘সেভেন এ সাইড’ প্রতিযোগিতায় ১৬টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলে।
সোনালী অতীত ক্লাবের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় মাঠে গড়ায় এই আসর।